Armaan Malik

Additiya

কনসার্টে গান না গেয়ে শুধু ঠোঁট নাড়ানো, উঠতি সঙ্গীত শিল্পীদের একহাত নিলেন আরমান মালিক

সঙ্গীত জগতে বেশ জনপ্রিয় আরমান মালিক (Armaan Malik) । বলিউডে (Bollywood) বহু গান গেয়েছেন তিনি। কেবলমাত্র হিন্দি নয়, বাংলা, কানাডা, মারাঠী সহ নানান ভাষায় গান গেয়েছেন এই সংগীতশিল্পী। তাঁর আরও একটি পরিচয় হলো তিনি জনপ্রিয় সংগীত শিল্পী আনু মালিকের (Anu Malik)ভাগ্নে। নিজের সঙ্গীতশিল্পী হওয়া সত্ত্বেও এবার অন্যান্য সংগীত শিল্পীদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) করলেন লম্বা চওড়া পোস্ট।

   

সম্প্রতি, টুইটারে একটি পোস্ট করেছেন জনপ্রিয় এই সংগীত শিল্পী। তাঁর প্রশ্ন, কেন এভাবে দিনের পর দিন ভক্তদের ঠকানো হচ্ছে? আর কতদিন চলবে এই রীতি? আপনারা কি ভক্তদের বিষয়ে একটুও ভাববেন না? কেন দিনের পর দিন এভাবে কাজ করে যাচ্ছেন?

সঙ্গীতশিল্পীর এহেন প্রশ্ন শুনে অবাক হচ্ছেন তাইতো। তাহলে পুরো ঘটনাটা খোলসা করে বলা যাক। গত শনিবার অর্থাৎ চলতি মাসের ১১ তারিখ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আরমান মালিক। তিনি লেখেন, ‘লাইভ কনসার্টে ব্যবহার করা হচ্ছে লিপ সিঙ্কিং। বর্তমানে এটা একেবারেই নরমাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটি ভীষণ খারাপ’।

এরপরেই তাঁর প্রশ্ন,’আর কতদিন এভাবে প্রতারণা করা হবে ভক্তদের সঙ্গে? আর কেনই বা এ ধরনের কাজ করা হচ্ছে? আগে থেকে রেকর্ড করে রাখা গান কেন চালানো হবে লাইক কনসার্টে? এভাবে ভক্তদের সঙ্গে ঠকবাজি করে কি আনন্দ পান আপনারা?

সংগীতশিল্পীর আরও সংযোজন, ‘নতুন প্রজন্মদের কাছে একটি খারাপ অভিজ্ঞতা তৈরি হচ্ছে। আর এই বিষয়টাকেই আমি সবচেয়ে বেশি ভয় পাই। একটা সময় হয়তো দেখা যাবে আর কেউ এই শিল্পটাকে গ্রহণ করবে না। শিখবে না কিন্তু স্টেজে পারফর্ম করবে’।

বিনোদন,বলিউড,আরমান মালিক,আনু মালিক,Entertainment,Bollywood,Armaan Malik,Anu Malik

আরমান মালিকের এই পোস্টে বইছে কমেন্টের বন্যা। অনেকেই সংগীত শিল্পীর পাশে দাঁড়িয়েছেন। অনেকে আবার ট্রোল করেছেন। একজন লিখেছেন, ‘আমি কিছুতেই আমার হাসি থামাতে পারছি না। এমন কাজ কোন শিল্পী করে যদি সেটা একটু বলতে তাহলে ভালো লাগতো’।