Arijit

মুম্বইয়ের কাছে ৫ উইকেটে হেরে এবারের আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের

বৃস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল ধোনির চেন্নাই সুপার কিংস এবং রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ ছিল। একদিকে সম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স অপরদিকে প্লে অফে যেতে গেলে এই ম্যাচ জিততেও হল চেন্নাই সুপার কিংসকে।

   

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স এর অধিনায়ক রোহিত শর্মা। এর ফলে প্রথমে ব্যাটিং করতে আসে চেন্নাই সুপার কিংস। ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। দ্বিতীয় ওভারে ফের উইকেট হারায় চেন্নাই। একটা সময় মাত্র 39 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। তবে ধোনির 33 বলে 36 রানে ভর করে 97 রানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হয়ে যায় মুম্বাইয়ের ওপেনার ঈশান কিষান। এছাড়াও মাত্র 1 রান করে আউট হয়ে যায় ড্যানিয়েল শামস। তবে রোহিত শর্মার 18 এবং তিলক ভার্মার 34 রানে ভর করে 5 উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচ হেরে এবারের আইপিএল থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস।