Chicken Price

Papiya Paul

Chicken Price: কোথাও ২৬০, কোথাও আবার ২৮০! তড়তড়িয়ে বাড়ছে মুরগির মাংসের দাম, কেন বাড়ছে? কবে কমবে জানেন?

নিউজশর্ট ডেস্কঃ এখন বাজারে মুরগির দাম(Chicken Price) আকাশছোঁয়া। কোথাও মুরগির দাম ২৬০, কোথাও আবার ২৭০ টাকা প্রতি কেজি। এমনকি বাংলার কোনো কোনো জায়গাতে ২৮০ টাকা প্রত্যেক কেজি মুরগি বিক্রি হচ্ছে। শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা সহ আশেপাশের বিভিন্ন জেলাতেও চিকেনের দাম প্রত্যেক কেজিতে ২৭০ থেকে ২৮০ টাকা হয়েছে।

   

যা দেখে রীতিমত মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের। এমনিতেই মটনের দাম সবসময়ই অনেক বেশি থাকে। যার ফলে চিকেনের উপরেই সকলের ভরসা থাকে। চিকেন তুলনামূলক কম পয়সায় পাওয়া যায় বলে নিম্ন মধ্যবিত্তরাও চিকেন খান। তবে বিগত ১৫ দিনের বেশি সময় ধরে মুরগির মাংসের দাম যে হারে বাড়তে চলেছে সেখানে মুরগির মাংস খাওয়াও বন্ধ করে দিয়েছেন মধ্যবিত্তরা।

এবার সকলের মনে প্রশ্ন উঠছে মুরগির মাংসের দাম এত বাড়ছে কেন?
মুরগির মাংসের দাম ব্যাপক হারে যে বেড়েছে সেই কথা স্বীকার করে নিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মদন মোহন মাইতি। তিনি বলেছেন যে এদিন কলকাতায় সরকার নির্ধারিত মুরগির প্রত্যেক কেজি দাম হয়েছে ২৬০ টাকা। এর বেশি কেউ দাম নিলে সেটি বেআইনি। এক্ষেত্রে ক্রেতাদের প্রতিবাদ করা উচিত।

আরও পড়ুন: Airtel: সস্তার দিন শেষ! এবার বাড়বে রিচার্জের খরচ, Airtel-র গ্রাহকদের মাথায় হাত

অন্যান্য জেলাগুলোতে মুরগির দাম প্রত্যেক কেজি ২৫০ থেকে ২৬০ টাকা। কলকাতায় প্যাকেজিংয়ের জন্য সব সময় একটু বাড়তি দাম থাকে। কিন্তু তা বলে সেটি কখনোই ২৭০-২৮০ টাকা হতে পারে না। এর পাশাপাশি তিনি এটাও বলেছেন যে তাপপ্রবাহের জন্য বড় মুরগি উৎপাদন ২০ শতাংশ কমে গিয়েছে। আর তাই মাংসের যোগানেও ঘাটতি দেখা দিয়েছে। একটু বৃষ্টি হলেই আবার পরিস্থিতির স্বাভাবিক হয়ে যাবে এবং তার সঙ্গেই কমে যাবে মুরগির মাংসের দাম।