Koushik Dutta

সাগরে চিনের যুদ্ধ জাহাজ, ভারতও তৈরি, আন্দামানে তৈরি রাখা হবে যুদ্ধের অস্ত্র

বিগত কয়েক মাস ধরেই সাগর জুড়ে বেড়েছে চিনের নৌসেনার দাপট। মায়ানমার, পাকিস্তান এবং ইরানের চারপাশে চিনা নৌকা বেড়েছে অনেকটাই। দক্ষিণ চিন সাগর এবং ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করাই লাল ফৌজের দেশের উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে। এরকম চলতে থাকলে চারিদিক থেকে ঘিরে যেতে পারে ভারত। তাই নিজেদের সীমানা রক্ষা করার জন্য আন্দামানে ভারত নিজেদের সেনা ব্যবস্থা বাড়ানোর কথা ভেবেছে বলে জানা যাচ্ছে। একাধিক দ্বীপে বায়ুসেনার ক্ষমতাও বাড়ানো হতে পারে।