ফের চিনের বাজারে আঘাত হানতে চলেছে ভারত। স্বদেশীয় বাজার নীতিতে কিছু বদল আনতে চলেছে দিল্লি। যার প্রভাব পড়বে ভারতের সীমানা লাগোয়া দেশগুলির উপরেও। অর্থাৎ, চিন সহ ভারতের প্রত্যেক প্রতিবেশী দেশই ভারতের এই বাজার নীতির আওতায় চলে আসবে। কারণ, কোনও চিনা পণ্য তখনই এদেশে প্রবেশ করবে, যখন সরকার নিযুক্ত একটি বিশেষ কমিটি সেই পণ্য বা সামগ্রীতে ছাড়পত্র প্রদান করবে।