ভারতের সঙ্গে বিবাদের পর অনেকের কাছে আস্থা হারিয়েছে চিন সরকার। সেখানকার মানুষও লাল সরকারের উপর আস্থা হারিয়েছেন বলে জানা যাচ্ছে। ভরসা নেই প্রেসিডেন্ট শি জিন পিং- এর উপর। চিন সরকারের মুখপত্র গ্লোবাল টাইমস এক সমীক্ষায় দেখিয়েছে, সেখানকার ৫১ শতাংশ মানুষ ভরসা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। শি জিন পিং-কে ভরসা করছেন না অনেকেই।