টলিউড,বিনোদন,ফ্লপ ছবি,আচার্য্য,রাম চরণ,চিরঞ্জীবী,Tollywood,Entertainment,Flop Movies,Acharya,Ramcharan,Chiranjeevi

Moumita

বক্স অফিসে সুপারফ্লপ রামচরণ-চিরঞ্জীবী অভিনীত আচার্য, নির্মাতাদের হাতে ২০ কোটি টাকা তুলে দিলেন দুই অভিনেতা

দেশজুড়ে এখন দক্ষিণী ছবির রমরমা, চলতি বছরেই ‘ট্রিপল আর’, ‘পুষ্পা’, ‘কেজিএফ 2’ সহ একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে টলিউড। আর এইসব ছবির দৌলতে রাতারাতি প্যান ইন্ডিয়া তারকা হয়ে উঠেছেন সাউথ অভিনেতা-অভিনেত্রীরা।

   

তবে সব ছবিই কি একইরকম সাফল্য হাসিল করতে পারে? না, কিছু ছবি এমনও রয়েছে যা নিয়ে নির্মাতাদের ব্যাপক আশা থাকলেও মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এমনিই একটি ছবি হলো ‘আচার্য্য’। সাউথ সুপারস্টার চিরঞ্জীবী এবং তার ছেলে রামচরণ তেজা অভিনীত এই ছবিটিকে ঘিরে দর্শকমহল থেকে শুরু করে পরিচালক প্রোযোজক প্রত্যেকেরই ভালোরকম প্রত্যাশা ছিলো। তবে সবকিছু ব্যার্থ করে বিশেষ সাড়া ফেলতে পারেনি ছবিটি।

টলিউড,বিনোদন,ফ্লপ ছবি,আচার্য্য,রাম চরণ,চিরঞ্জীবী,Tollywood,Entertainment,Flop Movies,Acharya,Ramcharan,Chiranjeevi

তবে হিট-ফ্লপ তো চক্রাকারে চলতেই থাকে এই বিনোদন জগতে। ছবি হিট হলেও তার লাভ ওঠান নির্মাতারা আবার ফ্লপ হলেও সেই ক্ষতিপূরণ চোকান তারাই। কিন্তু কখনও কি শুনেছেন ছবি ফ্লপ হলে ক্ষতিপূরণ দেয় ছবির কলাকুশলীরা! জেনে অবাক হবেন, ‘আচার্য্য’ ছবির বিপুল ক্ষতির দায়ভার তুলে নিয়েছে স্বয়ং ছবির দুই মূখ্য অভিনেতা চিরঞ্জীবী এবং রামচরণ।

ছবি থেকে বিশেষ লক্ষ্মীলাভ না হওয়ায় নিজেদের পকেট থেকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ তুলে দিয়েছেন ছবির নির্মাতাদের হাতে। জানা গেছে এই বিরাট অংকের ক্ষতির পর বিনিয়োগকারীদের অনেকেই দেখা করেছিলেন চিরঞ্জীবীর সাথে। অভিনেতাও খালি হাতে ফেরাননি তাদের।

খবর প্রকাশ্যে আসতেই দুই অভিনেতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সবাই। তবে জানিয়ে রাখি, এর আগেও এমন নজিরবিহীন উদাহরণ তৈরি করেছে টলিউড ইন্ডাস্ট্রি। থালাইভা রজনীকান্তের ‘দরবার’ ছবিটিও খুব বাজে ভাবে মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। শোনা যায় সেই কারণে ছবির জন্য নেওয়া পুরো পারিশ্রমিকটিই নাকি তিনি ফিরিয়ে দিয়েছিলেন।