প্রতিমাসে মিলবে মোটা টাকা, চাকরিহারা গ্রুপি সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee Big Announcement for job lost Group c & Group D

প্রতিমাসে মিলবে মোটা টাকা, চাকরিহারা গ্রুপি সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ সুপ্রিম কোর্টের রায়ের জেরে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল হয়ে গিয়েছি। যার ফলে একদিকে যেমন প্রায় ২৬ হাজার শিক্ষা ও শিক্ষাকর্মীরা চাকরিহারা হয়ে পড়েছিলেন তেমনি বাংলার শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়ার মুখে চলে গিয়েছিল। অবশ্য এরপর আগামী ৩১ শে ডিসেম্বর অবধি শিক্ষকেরা সুখে যেতে পারবেন, এমনি সঠিক সময়ে মাইনেও পাবেন বলে জানা গিয়েছিল। তবে গ্রূপ সি ও গ্রূপ ডি কর্মীদের জন্য আলাদা করে কিছু বলা হয়নি। এবার যাদের উদ্দেশ্যে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

চাকরিহারা গ্রূপ সি ও গ্রূপ ডি কর্মীদের উদ্দেশ্যে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ অর্থাৎ শনিবার নবান্ন থেকেই মেলে বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিব মনোজ পান্থের সাথে ফোনে কথা বলেন ও জানান, সরকার চাকরি হারানো গ্রূপ সি ও গ্রূপ ডি শিক্ষাকর্মীদের জন্য রিভিউ পিটিশন করবে। তবে যতদিন না এই মামলার নিস্পত্তি হচ্ছে তততদিন অবধি তাদের অর্থ সাহায্য করা হবে।

নতুন ভাতা ঘোষণা! কারা পাবেন কত?

ঘোষণা অনুযায়ী গ্রূপ সি কর্মীরা এবার থেকে মাসে ২৫,০০০ টাকা ও গ্রূপ ডি কর্মীরা মাসে ২০,০০০ টাকা করে ভাতা পাবেন। এখানেই শেষ নয়, সুপ্রিম কোর্ট যদি কাজের অনুমতি নাও দেয়, সেক্ষেত্রেও কোনো উপায় বের করা হবে।

চাকরিহারাদের প্রতিক্রিয়া

মুখ্যমন্ত্রীর এই ঘোষণা খুব একটা খুশি নন চাকরিহারা গ্রূপ সি ও ডি কর্মীরা। তাদের মতে, লোন শোধ করতেই এই টাকা চলে শেষ হয়ে যাবে। অন্তত ৫,০০০ টাকা বাড়ানোর জন্য সরকারের কাছে পাল্টা আবেদন সকলের। যদিও এর উত্তরে কোনো ঘোষণা মেলেনি।

আরও পড়ুনঃ একটি নয়, দু’ টো AC লোকাল দৌড়োবে শিয়ালদা থেকে! দেখে নিন ভাড়ার লিস্ট

প্রসঙ্গত, এদিন নদীয়ার তেহট্টে নিহত সেনাকর্মীর পরিবার থেকে একজনকে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তাছাড়া পহেলগাঁওয়ে হওয়া জঙ্গি হামলার জেরে মৃত পুরুলিয়ার মনীশ রঞ্জন মিশ্র ও বেহালার সমীর গুহর পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার কথা বলে হয়েছে। একইসাথে পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর বাবা ও স্ত্রীকে ৫ লক্ষ করে মোট ১০ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানানো হয়।

সঙ্গে থাকুন ➥