Nayika Number One

Moumita

টলিউডের জুনিয়র আর্টিস্টদের সম্মান জানাতে আসছে নতুন সিরিয়াল, মূখ্য ভূমিকায় কে?

ইন্ডাস্ট্রিতে (Tollywood) ঠিক কতটা দাম পায় তারা? মাঝেমাঝে ডাক পাঠানো হয় তাদের। এমনও হয়েছে যে, সারাদিনের অপেক্ষার পর হয়ত কোনো সিরিয়ালে (Bengali Serial) দু একটা ছোটখাটো দৃশ্যে অভিনয় করার সুযোগ আসে। কখনও বা হয়তো দু এক লাইন সংলাপ। ইন্ডাস্ট্রিতে এদের বলা হয় ‘জুনিয়র আর্টিস্ট’ (Junior Artist)।

   

এমতাবস্থায় প্রশ্ন আসতে পারে, আজ হঠাৎ জুনিয়র অর্টিস্টদের কথা বলছি? আসলে খুব শীঘ্রই স্টার জলসা নিয়ে আসছে এক নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের মূখ্য বিষয়বস্তু হতে চলেছে, এই জুনিয়র আর্টিস্টদের জীবন। হ্যাঁ, এই শিল্পীদের লড়াইকে কুর্নিশ জানাতে আসছে নতুন সিরিয়াল।

ইন্ডাস্ট্রির এই জুনিয়র আর্টিস্টদের নিয়ে তৈরি হওয়া নতুন সিরিয়ালের নাম ‘নায়িকা নম্বর ১’। কালার্স বাংলা নিয়ে আসছে এই সিরিয়াল। ধারাবাহিকের প্রোমো-ও প্রকাশ্যে নিয়ে এসেছে কালার্স বাংলা। তবে তার আগেই মিডিয়ায় এসেছে কিছু খবর।

সূত্রের খবর, এই সিরিয়ালে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন ঋতব্রতা দে। এর আগে আমরা তাকে দেখেছি ‘কন্যাদান’ সিরিয়ালে। যদিও আগের চরিত্র আর এবারের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। এবার যে একেবারে ভিন্ন রূপে ধরা দেবে তা অভিনেত্রীর নতুন লুক দেখেই স্পষ্ট।

টলিউড,বিনোদন,গসিপ,ধারাবাহিক,কালার্স বাংলা,নায়িকা নাম্বার ১,ঋতব্রতা দে,ইন্দ্রনীল চট্টোপাধ্যায়,নতুন প্রোমো,Tollywood,Entertainment,Gossip,Bengali Serial,Nayika Number One,Ritabrata Dey,Indranil Chatterjee,Colors Bangla

 

টলিপাড়ির আনাচে কানাচে ঘোরা এক জুনিয়র আর্টিস্ট সে। নাম তার শীতলা শিকদার, যদিও নিজেকে শীলা বলে পরিচয় দিতেই বেশি স্বচ্ছন্দ্যবোধ করে। এবং স্বপ্ন দেখে সে, একদিন ইন্ডাস্ট্রির এক নম্বর নায়িকার সিংহাসনে বসবে। তাতে অবশ্য তার মায়ের বেজায় আপত্তি।

মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ের আকাশছোঁয়ার স্বপ্ন বলবে এই সিরিয়াল। ঋতব্রতার পাশাপাশি এই সিরিয়ালে অভিনয় করবেন দেবারতি পাল, সোমাশ্রী চাকী প্রমুখ। এদিকে ঋতব্রতার বিপরীতে নাকি রয়েছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। ধারাবাহিকের প্রযোজনায় রয়েছে ব্লুজ প্রোডাকশন। প্রাপ্ত খবর অনুযায়ী, খুব শীঘ্রই শুরু হবে সিরিয়ালের শুটিং।