আরও সহজ আবাস যোজনায় বাড়ি পাওয়া, কমে গেল শর্ত, এই তারিখের মধ্যে করুন আবেদন

PMAY Apply Conditions Changed

আরও সহজ আবাস যোজনায় বাড়ি পাওয়া, কমে গেল শর্ত, এই তারিখের মধ্যে করুন আবেদন

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নিজস্ব একটা ঘর তৈরী স্বপ্ন সকলেরই থাকে। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় অর্থের অভাবে ঘর বানানো হয়ে ওঠে না। এক্ষেত্রে দেশের দরিদ্র মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY প্রকল্পে বাড়ি বানানোর জন্য আর্থিক সাহায্য করা হয়। সম্প্রতি এই প্রকল্পে আবেদনের কিছু শর্তে বদলে এসেছে। যার ফলে আগের থেকেও সহজে আবেদন করা যাবে ও ঘর পাওয়ার সম্ভাবনা বাড়বে। কি কি শর্ত বদলেছে? বিস্তারিত জানতে প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

বদলে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনায় আবেদনের শর্ত

এখনও পর্যন্ত যদি কোনো নাগরিক আবাস যোজনার জন্য আবেদন করতে চাইতেন তাহলে তাকে মোট ১৩টি শর্ত পূরণ করতে হত। তবে এবার জানা যাচ্ছে তিনটি শর্ত বাতিল করা হয়েছে। ফলে এখন ১০টি শর্ত পূরণ হলেই বাড়ি তৈরির জন্য সরকারের থেকে আর্থিক সাহায্যের অবদান করা যাবে। নিচে সেগুলি সম্পর্কে জানানো হল।

কমল আবাস যোজনায় আবেদনের তিন শর্ত

প্রথম যে শর্তটি বাতিল করা হয়েছে সেটি হল, যিনি আবেদন করছেন তার নূন্যতম আয়ের শিমা রাখা হয়েছিল ১০,০০০ টাকা। সেটা এখন বাড়িয়ে ১৫,০০০ টাকা। অর্থাৎ ১৫ হাজারের নিচে আয় হলেও এবার আবাস যোজনায় আবেদন করা যাবে।

দ্বিতীয় শর্ত ছিল যদি আবেদনকারীর নামে বাইক, স্কুটি বা ফিশিং বোট ইত্যাদি থাকে তাহলে সেই আবেদন গ্রাহ্য হবে না। তবে এবার থেকে এই শর্ত বাতিল করা হয়েছে। তাই যদি কারোর বাইক বা স্কুটি থাকে তারাও আবেদন করতে পারবেন।

তৃতীয় শর্তটি হল আবেদনের সময়সীমা, যেটা ৩০শে এপ্রিল অবধি রাখা হয়েছিল। তবে এবার জানা যাচ্ছে সেটা বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী ১৫ই মে অবধি আবেদন করা যাবে।

আরও পড়ুনঃ ভারতের দিকে চোখ, ড্রোন দিয়েই উড়িয়ে দিল এয়ার ডিফেন্স সিস্টেম, মাথাই নষ্ট পাকিস্তানের

উপরিউক্ত শর্ত বদলের ফলে যে সমস্ত গরিব মানুষেরা এখনও নিজের ঘর বানাতে পারেননি। তাদের জন্য আবেদন যেমন সহজ হল তেমনি তাদের স্বপ্ন পূরণের সম্ভাবনাও অনেকটা বেড়ে গেল। শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী ৩.২১ কোটি ঘর তৈরি হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। তাই আপনিও যদি নিজের বাড়ির স্বপ্ন পূরণ করতে চান তাহলে আবেদন করে ফেলতেই পারেন।

সঙ্গে থাকুন ➥