প্রথমে লকডাউন চলার সময় মানুষজন সতর্ক থাকলেও লকডাউন শিথিল হতেই দাপিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বারবার সরকারের তরফে হুশিয়ারি দিলেও কিছুতেই কাজ হচ্ছে না। মানুষের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রতি 40 মিনিটে আক্রান্ত হচ্ছেন একজন। ইতিমধ্যেই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 42,487 জন এবং মৃতের সংখ্যা এখন 1,112 জন। এতদিনে রেকর্ড ভেঙ্গে গতকাল করোনার থাবায় রাজ্যে প্রাণ হারিয়েছেন 36 জন মানুষ। তাই সতর্ক হোন এখনো সময় আছে।