মোবাইল স্ক্রিন, টাকার নোটে ছড়িয়ে পড়তে পারে করোনা ভাইরাস। কিন্তু নিত্য ব্যবহার্য এই দুই জিনিসে মারণ ভাইরাসটি কতো দিন টিকে থাকতে পারে? বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, ডিগ্রি তাপমাত্রায় টানা ২৮ দিন ধরে প্লাস্টিকের মুদ্রানোট ও মোবাইল ফোনের স্ক্রিনে ব্যবহৃত কাচের মতো মসৃণ সামগ্রীর ওপর টিকে থাকার ক্ষমতা রয়েছে ভাইরাসটির।