ভারতীয় করোনা টীকায় মিলেছে ভালো ফল, প্রাণী দেহে কাজ করছে এই ওষুধ

সম্প্রতি অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে দেখা দিয়েছে কিছু সমস্যা। তাই এর ট্রায়াল আপাতত বন্ধ থাকার কথা বলা হয়েছে তবে ভারতে তৈরি করোনা প্রতিষেধক ‘কোভ্যাকসিন’ আপাতত ভালো ফল দেখিয়েছে বলে খবর। টুইট করে ভারত বায়োটেকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় এই টীকা প্রাণী দেহে ব্যবহার করা হয়েছিল। তাতে খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে। অ্যান্টিবডি তৈরির প্রক্রিয়া শুরু হচ্ছে। বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা।

Avatar

Koushik Dutta

X