অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন যেমন আশা জাগাচ্ছে, তেমনই এবার ভরসা দিচ্ছে ভারতে তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাকসিন। অন্তত প্রথম পর্যায়ের ট্রায়ালে সফল এই ওষুধ। ৩৭৫ জনের দেহে প্রয়োগ করা হয়েছিল কোভ্যাকসিন। এই প্রতিষেধক ব্যবহারের ফলে মানব দেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে উঠেছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। যা করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে সক্ষম। সেই সঙ্গে তাদের দেহে কোনও খারাপ প্রভাব পড়েনি বলেও জানা যাচ্ছে।