ফের পিছিয়ে গেল DA মামলা, গরমের ছুটির পর ডেট চাইল রাজ্য, কি জানালো সুপ্রিম কোর্ট?

DA Case in SC hearing date delayed again

ফের পিছিয়ে গেল DA মামলা, গরমের ছুটির পর ডেট চাইল রাজ্য, কি জানালো সুপ্রিম কোর্ট?

Partha Sarathi Manna

Published on:

পার্থ সারথি মান্না, কলকাতাঃ আজ ৭ই মে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল। কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতার দাবিতে ২০২২ সাল থেকেই চলছে  এই মামলা। তবে আজকের দিনটি নিয়ে বেশ আশাবাদী ছিল রাজ্য সরকারের কর্মী ও কর্মী সংগঠনের আধিকারিকেরা। কিন্তু এবারেও সব আশায় জল ঢেলে গেল, ফের পিছিয়ে গেল মামলার শুনানির তারিখ।

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে ফেল DA মামলা

আজ অর্থাৎ বুধবার DA মামলার তারিখ থাকায় ও লিস্টে অনেকটাই আগে নাম থাকার কারণে বেশ আশাবাদী ছিল সকলেই। আজই হয়তো দীর্ঘ লড়াই শেষে জয়ের হাসি হাসবেন রাজ্য সরকারি কর্মীরা এমনটাই চাইছিলেন অনেকে। কিন্তু এবারেও হল না! আজকের দিন মিলিয়ে মোট ১৬ বার পিছিয়ে গেল DA মামলার তারিখ। গত সিসেম্বর মায়ের পর থেকে ডিএ মামলার শুনানি ঝুলেই রয়েছে। যার ফলে এবার বিচারব্যবস্থা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তেমনি হতাশ সরকারি কর্মী থেকে শুরু করে কর্মী সংগঠনের লোকেরাও।

কেন তারিখ পে তারিখ ডিএ মামলায়?

বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও তিনি অবসর নিয়ে নেন। এরপর নতুন বেঞ্চে মামলা স্থানান্তরিত হয়, গত ২২ শে এপ্রিলেই শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও শুনানি হয়নি, বদলে আজকের তারিখ দেওয়া হয়েছিল। আর এবার আজকেও ফের বদলে গেল তারিখ। এমন তারিখ পে তারিখ অবস্থা দেখে বিচারব্যবস্থার প্রতি কিছুটা হলেও আস্থা হারাচ্ছেন সরকারি কর্মী ও কর্মী সংগঠনের নেতারা!

আরও পড়ুনঃ কমছে উত্তরবঙ্গ যাওয়র সময়, গরমের ছুটির মাঝেই পাহাড়প্রেমীদের বড় সুখবর দিল রেল

কবে DA মামলার পরবর্তী শুনানি?

DA মামলার তারিখ বদলে যাওয়র খবর প্রকাশ্যে আসতেই যে প্রশ্নটা সকলের মাথায় ঘুরছে সেটা হল পরবর্তী ডেট কবে? জানা যাচ্ছে, এক সপ্তাহ পর অর্থাৎ আগামী ১৪ মে দুপুর ২টো নাগাদ  DA মামলার পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। যদিও রাজ্য সরকারের আইনজীবী  একেবারে গরমের ছুটির পর জুলাই মাসে পরবর্তী দিন ধার্য্য করার জন্য আবেদন করেছিলেন। কারণ হিসাবে জানানো হয় তিনি অন্য মামলায় ব্যস্ত থাকবেন। তবে এর পাল্টা সরকারি কর্মী সংগঠনের তরফ থেকে বিরোধ জানানো হয়। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি।

সঙ্গে থাকুন ➥