পার্থ সারথি মান্না, কলকাতাঃ দীর্ঘদিন ধরেই রাজ্যের সরকারি কর্মীরা কেন্দ্রের সমান হারে মহার্ঘ ভাতা পাওয়ার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। আগামী ১৪ই মে সুপ্রিম কোর্টে DA মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে তার আগেই নয়া তথ্য উঠে এল শুনানির সময়সীমা নিয়ে।
DA মামলার শুনানির আগেই বেঞ্চে পরিবর্তন
জানা যাচ্ছে, এই মামলার শুনানির জন্য যে বেঞ্চ গঠন করা হয়েছিল তাতে বদল এসেছে। বিচারপতি সঞ্জয় ক্যারল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে যুক্ত করা হয়েছে মামলাটিকে। যদিও এমনটা প্রথমবার হচ্ছে না। এর আগেও একবার ৩ বিচারপতির বেঞ্চ থেকে মামলাটিকে সরানো হয়েছিল।
কত সময় বরাদ্দ হল শুনানির জন্য?
শুধু মামলার বেঞ্চ বদলই নয়, আরও আপডেট মিলেছে। সূত্রমতে খবর মিলেছে ১৪ই মে দুপুর দুটো সুপ্রিম কোর্টে উঠবে মামলাটি। আর এর জন্য ৫৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের সংতথন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তোফা থেকেই এমনটা জানা গিয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?
আসলে ওই দিন দুপুর ৩টে থেকেই আরেকটি মামলার শুনানিতে থাকবেন বিচারপতি সঞ্জয় ক্যারল। তাই সর্বোচ্চ ৫৫ মিনিট সময় পাওয়া যাবে বলেই মনে করা হচ্ছে। যদিও এই সময় মামলার রায় দানের জন্য যথেষ্ট বলে দাবি অনেকেরই। কনফেডারেশনের মতেও ২০-২৫ মিনিট যথেষ্ট শুনানির জন্য।
আরও পড়ুনঃ শিক্ষা থেকে কর্মসংস্থানে এক নম্বর হবে বাংলা, চালু হবে ১৮টি ITI, আপনার জেলায় কটি?
প্রসঙ্গত, কেন্দ্রের সম হারে DA এর দাবিতে দীর্ঘদিন ঘরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। হাইকোর্টে মামলা হলে কর্মীদের পক্ষেই রায় ঘোষণা হয়। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেই থেকেই অপেক্ষায় দিন গুনছেন। এবার আগামী ১৪মে রায় ঘোষণা হয় কি না সেটাই দেখার।