শ্রী ভট্টাচার্য, কলকাতা: রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য বড় স্বস্তি। নববর্ষের আগে মহার্ঘ্য ভাতা (DA News) ২ শতাংশ বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের সামগ্রিক স্বার্থের কথা মাথায় রেখে, মুখ্যমন্ত্রী বর্তমান মহার্ঘ্য ভাতা ৫৫ শতাংশে বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন। ১ জানুয়ারি, ২০২৫ থেকে কার্যকর হবে এই সংশোধিত হার।
সরকারি মুখপাত্রের মতে, এই বর্ধিত মহার্ঘ্য ভাতা ২০২৫ সালের এপ্রিল মাসের বেতনের সাথে দেওয়া হবে। এর সাথে, জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বকেয়া মহার্ঘ্য ভাতার পরিমাণ ২০২৫ সালের মে মাসে দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে রাজ্য সরকারের ২০২৫ সালের মে মাসে অতিরিক্ত ১০৭ কোটি টাকা খরচ হবে।
রাজ্যের এই সিদ্ধান্তে লাভবান হবেন কারা?
সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় ১৬ লক্ষ রাজ্য কর্মচারি এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। নিয়মিত এবং ফুল টাইম কর্মচারী, সাহায্যপ্রাপ্ত শিক্ষা/প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কর্মচারী, স্থানীয় সংস্থার কর্মচারী এবং ইউজিসি বেতন স্কেলের অধীনে কর্মরত শিক্ষকরা সবাই লাভবান হবেন। আপনাদের জানিয়ে রাখি যে এছাড়াও, এপ্রিল মাসের পেনশনের সাথে পেনশনভোগীদের মহার্ঘ্য ত্রাণ (DA/DR) দেওয়া হবে, যার ফলে মে মাসে অতিরিক্ত ১৯৩ কোটি টাকা ব্যয় হবে। কেন্দ্রীয় সরকারের আদলে এই বৃদ্ধি করা হয়েছে। দেখুন, ভারত সরকার সম্প্রতি তার কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতার হার ৫৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করেছে। সেই অনুযায়ী, উত্তরপ্রদেশ সরকারও এই সিদ্ধান্ত নিয়েছে যাতে রাজ্যের কর্মচারীরাও একই রকম সুবিধা পেতে পারেন।
আরও পড়ুন: DA বাড়বে, পেনশনও! সঙ্গে স্বাস্থ্যসেবাতেও সুখবর, অষ্টম পে কমিশনে বড় উপহার
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দিতে সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা দেওয়া হয়। এটি মূল বেতনের এক শতাংশ এবং কেন্দ্রীয় সরকার কর্তৃক নির্ধারিত হার অনুসারে প্রতি ছয় মাস অন্তর সংশোধিত হয়। এই পদক্ষেপ কেবল কর্মীদের পকেটে স্বস্তি আনবে না বরং তাঁদের কাজে মনোনিবেশ করতেও সাহায্য করবে বলে আশা করা যায়।