পার্থ মান্নাঃ বাংলা টেলিভিশনে সিরিয়ালের পর যেটা দেখতে দর্শকেরা সবচেয়ে বেশি ভালোবাসে সেটা হল রিয়েলিটি শো। দিদি নং ১ থেকে শুরু করে সারেগামাপা ও দাদাগিরি এর মত শোয়ের জনপ্রিয়তা কতটা সেটা আলাদা করে বলার প্রয়োজন নেই নিশ্চই। আর এবার দর্শকদের জন্য রইল সুখবর! শীঘ্রই জি বাংলার পর্দায় ফিরছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance)। হ্যাঁ ঠিকই দেখছেন, শীঘ্রই শুরু হচ্ছে অডিশন।
ইতিমধ্যেই অডিশনের লোকেশন ও ডেট জানা। গিয়েছে আগামী ২৫ শে অক্টোবর দার্জিলিং ও ২৭ শে অক্টোবর শিলিগুড়িতে অডিশন শুরু হচ্ছে। আর অডিশন মানেই নতুন সিজেন শুরুর ইঙ্গিত। এটা ডান্স বাংলা ডান্সের ১৩তম সিজেন হতে চলেছে। তবে কবে থেকে সেটা শুরু হবে তার আপাতত কোনো তারিখ জানা যায়নি। কারণ বর্তমানে ওই স্লটেই হককে সারেগামাপা।
জি বাংলার পক্ষ থেকেই অডিশনের জন্য ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে ৪ বছরের উপর বয়স হলেই অংশ নেওয়া যাবে এই প্রতিযোগিতায়। সোলো, ডুয়েট কিংবা গ্রূপ সব ধরণের নৃত্যশিল্পীরাই যোগ দিতে পারবে অনুষ্ঠানে। সম্ভবত এবছর শেষ হলে নতুন বছরের শুরুতেই চালু হবে শুটিং আর তারপর সারেগামাপা এর গ্রান্ড ফিনালে হলে সম্প্রচার শুরু হবে ডান্স বাংলা ডান্সের।
View this post on Instagram
আসলে কয়েক সপ্তাহ আগেই শ্রাবন্তী, শুভশ্রী ও মৌনিকে একসাথে দেখা গিয়েছিল। গতবার ডান্স বাংলা ডান্সের মঞ্চে বিচারক হিসাবে দেখা গিয়েছিল এই তিনজনকেই। টিয়া তখনই অনেকে বুঝতে পেরেছিলেন হয়তো নতুন সিজেন শুরু হতে চলেছে। সেই খবরটাই সত্যি হল বলা যেতে পারে। তবে আশা করা হচ্ছে গতবারের মত হিসাবে এই তিন সুন্দরী অভিনেত্রীদের দেখা যেতে পারে।
প্রসঙ্গত, ২০০৭ সালে প্রথম জি বাংলার পর্দায় শুরু হয়েছিল ডান্স বাংলা ডান্স। অনুষ্ঠানের প্রথম সিজেন হিসাবে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। তবে নতুন সিজেনে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। নতুন সিজেনের প্রমো এলে তবেই জানা যাবে কি হতে চলেছে। তাই আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের।