Darjeeling: এই লোকেশনে একবার গেলে আর ফিরতে মন চাইবে না, ভুলে যাবেন দার্জিলিংকেও, পাবেন অজানা পাহাড়ি ফুল

নিউজশর্ট ডেস্কঃ পাহাড় বলতে শুধুমাত্র দার্জিলিং(Darjeeling) নয়, এর আশেপাশেও এমন অনেক অজানা লোকেশন রয়েছে। সেখানে গেলে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনি দেখতে পারবেন যা দেখে আপনার মন ভরে যাবে। এমনিতেই এখন দার্জিলিং-এ পর্যটকদের ভিড় একটু বেশি থাকে। তাই এই ভিড় এড়িয়ে নিরিবিলিতে সময় কাটাতে পছন্দ করেন বহু পর্যটক।

এমনিতেই গরমের যা দাপট, সেই দাপটের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ে শান্তি এবং ঠান্ডার খোঁজে যাচ্ছেন বহু পর্যটক। আপনিও যদি সেরকম কিছু চেয়ে থাকেন তাহলে ঘুরে আসুন দার্জিলিংয়ের পাশেই এই ছোট্ট গ্রামে। এই জায়গাটি একেবারেই অচেনা অজানা। বহু মানুষ এখনো এই লোকেশন সম্পর্কে সঠিক তথ্য জানেন না।

এই জায়গাটির নাম হল লাবদা ও শিক্সিন গ্রাম। এই গ্রামে ঘুরতে গেলে সেখানকার বাহারি ফুল দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এর সঙ্গে আপনি দেখতে পারবেন পাইনের জঙ্গল। এখানে সেভাবে থাকার জন্য হোটেল পাবেন না। তবে বেশ কিছু হোমস্টে রয়েছে। তাই এখানে আসার আগে অবশ্যই বুকিং করে আসতে হবে। এখানে আপনি পুরোপুরি ঘরোয়া পরিবেশ পাবেন। ঘরোয়া থাকার জায়গা থেকে শুরু করে ঘরোয়া খাওয়া দাওয়া যা সহজে মন দিতে নেবে আপনার।

আরও পড়ুন: Post Office Rules: পোস্ট অফিসে চালু হচ্ছে নতুন নিয়ম! এই জিনিসটি লাগবে, নাহলে বন্ধ হতে পারে টাকা জমা-তোলা

একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ শহরের যানজট ভিড়ভাট্টা এড়িয়ে এই জায়গা সত্যিই খুব মনোরম। এখানে পাহাড়ের খাঁজে রংবেরঙের বাড়ি রয়েছে। এখানে এত সুন্দর ফুলের বাহার দেখলে মনে হবে যে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দেবেন। তাই এবার পাহাড়ে ঘুরতে যেতে ইচ্ছে করলে এই ছোট্ট গ্রামে ঘুরে আসতে পারেন।

Avatar

Papiya Paul

X