কেন্দ্রের সমান DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

Dearness Allowance

কেন্দ্রের সমান DA দেওয়ার ঘোষণা রাজ্য সরকারের

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: ১০৭০ কোটি টাকার অতিরিক্ত চাপ মাথায় নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ভাবনা ভাবল রাজ্য সরকার। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রের পর এখন রাজ্যের সরকার কেন্দ্রের সমান করে, কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) ২ শতাংশ বৃদ্ধি করেছে। এবার থেকে ডিএ-র হার ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫৫ শতাংশ হয়ে গেল। নতুন হারগুলি ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে।

ব্যাঙ্কে ঢুকবে বকেয়া টাকাও!

প্রকৃতপক্ষে, শুক্রবার মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ৬৯টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। সভায়, সপ্তম বেতন কমিশনের সুবিধা গ্রহণকারী রাজ্য কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) ২ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যার পরে ডিএর হার ৫৫ শতাংশ হয়ে গিয়েছে। যেহেতু মে মাসের হার ২০২৫ সালের জানুয়ারি থেকে প্রযোজ্য হবে, সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে জানুয়ারী, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাসের বকেয়াও পাওয়া যাবে এবার। এর ফলে ৫ লক্ষ কর্মচারী এবং ৬ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।

পঞ্চম ও ষষ্ঠ বেতন কমিশনের কর্মচারীদের ডিএও (Dearness Allowance) বৃদ্ধি করা হয়েছে

  1. ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন গ্রহণকারী সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা ৬% বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের পর, পঞ্চম কেন্দ্রীয় বেতন স্কেলে বেতন পেনশন গ্রহণকারী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ১ জানুয়ারি ২০২৫ থেকে ৪৫৫% এর পরিবর্তে ৪৬৬% মহার্ঘ্য ভাতা পাবেন।
  2. পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন ও পেনশন গ্রহণকারীদের জন্য ১১% বৃদ্ধি করা হয়েছে। ষষ্ঠ কেন্দ্রীয় বেতন স্কেলে বেতন পেনশন গ্রহণকারী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ১ জানুয়ারি, ২০২৫ থেকে ২৪৬% এর পরিবর্তে ২৫২% মহার্ঘ্য ভাতা পাবেন।

আরও পড়ুন: বড় ধাক্কা দিতে চলেছে সুপ্রিম কোর্ট, বন্ধ হয়ে যাচ্ছে Vi!

এখনও পর্যন্ত এই রাজ্যগুলি ডিএ বাড়িয়েছে

মার্চ মাসে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা এবং ত্রাণের হার ২% বৃদ্ধি করেছিল, যার পরে ২০২৫ সালের জানুয়ারি থেকে মহার্ঘ্য ভাতা ৫৩% থেকে বেড়ে ৫৫% হয়েছে। কেন্দ্রের পর, রাজস্থান, উত্তরপ্রদেশ, আসাম, ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা এবং ওড়িশা সরকারও তাদের কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধি করেছে, যার পরে মহার্ঘ্য ভাতা ৫৫% এ পৌঁছেছে। আর এবার নাম জুড়ল বিহার রাজ্যেরও। এই বিষয়ে, বিভিন্ন রাজ্যের অর্থ বিভাগও আদেশ জারি করেছে। নতুন হার ২০২৫ সালের জানুয়ারী থেকে প্রযোজ্য হবে, সেক্ষেত্রে বকেয়াও পরিশোধ করা হবে। এই ৫টি রাজ্যের প্রায় ৬০-৭০ লক্ষ কর্মচারী এবং পেনশনভোগী এর সুবিধা পাবেন। যদিও পশ্চিমবঙ্গের কর্মীচারীদের মহার্ঘ ভাতা কবে কেন্দ্রের সমান হবে, তা স্পষ্ট করে বলা এখনও ভারী কঠিন। সময় বলবে অসময় কবে কাটবে বাংলার সরকারি কর্মচারীদের।

সঙ্গে থাকুন ➥