Arijit

ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না, জানিয়ে দিলেন দীপক চাহার

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইডেন গার্ডেন্স এ চোট পেয়েছিলেন দীপক চাহার। দীপক চাহারের চোট এতটাই গুরুতর ছিল যে আইপিএলেও খেলতে পারেননি তিনি। এই মুহূর্তে চোট সরানোর জন্য বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহ্যাব করছিলেন দীপক চাহার।

   

জানা গিয়েছে এখনও খেলায় ফিরতে প্রায় পাঁচ সপ্তাহ সময় লাগবে ভারতীয় অলরাউন্ডার দীপক চাহারের। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না তিনি।

এইদিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বসেই সংবাদমাধ্যমে দীপক চাহার বলেছেন, ‘‘এখন এক বারে চার থেকে পাঁচ ওভার বল করতে পারছি। কিন্তু পুরোপুরি সুস্থ হতে এখনও চার-পাঁচ সপ্তাহ লাগবে। তবেই ম্যাচে নামতে পারব। তাই মনে হয় না ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০-তে খেলতে পারব।’’