বলিউড,বিনোদন,গসিপ,বিতর্ক,ব্রহ্মাস্ত্র,রণবীর কাপুর,আলিয়া ভাট,দীপিকা পাড়ুকোন,Bollywood,Entertainment,Gossip,Ranbir Kapoor,Alia Bhatt,Deepika Padukone,Controversy

Moumita

‘প্রাক্তন প্রেমিকাই নাকি মা!’ রণবীরের ব্রহ্মাস্ত্রে মায়ের ভূমিকায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে, রইল ভিডিও

চলতি বছরেই মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার মেগা বাজেটের ছবি ‘ব্রহ্মাস্ত্র’। মুক্তির পর থেকেই কার্যত সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিল ছবিটি। সমালোচনা থেকে শুরু করে আলোচনা, প্রত্যেকের মুখেই ছিল ‘ব্রহ্মাস্ত্র’র নাম। সূত্রের খবর, ছবিটিকে বেশ কয়েকটি পর্বে মুক্তি দেওয়ার কথা ভেবেছেন পরিচালক অয়ন মুখার্জি।

   

প্রথম ছবির শেষ দৃশ্যে দেখানো টুইস্টের পর পর দর্শকদের মধ্যে দ্বিতীয় ভাগকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেব এবং অমৃতার চরিত্রে ঠিক কারা অভিনয় করছেন তা নিয়েই চলছে জল্পনা। তাদের মধ্যে কী কারণে বিচ্ছেদ হল, আর কীভাবে বেঁচে উঠলেন তারা? আপাতত এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন সিনেমাপ্রেমীরা।

‘দেব’র চরিত্রের জন্য কাকে কাস্ট করা হবে সেই খবর না মিললেও ছবিতে অমৃতার ভূমিকায় দেখা মিলবে মায়ানগরীর এক প্রথম সারির অভিনেত্রীর। তিনি নাকি দীপিকা পাড়ুকোন! কী ভাবে? সম্প্রতি সেই উত্তর মিলেছে। যদিও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় সেইসময় এই দাবিকে নেহাতই গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।

প্রসঙ্গত, সিনেমা হলে ছবিটির দুটো ভার্সানে মুক্তি পায়— ‘টু ডি’ এবং ‘থ্রি ডি’। ছবি দেখার পর অনেকেই বলে, রণবীরের মায়ের চরিত্রে যাকে দেখা যায় তিনি নাকি আর কেউ নন বরং দীপিকা পাড়ুকোন। যদিও কিছুজনের দাবি, চরিত্রটা কয়েক সেকেন্ডের জন্য ছিল এবং তারা পরিষ্কার বুঝতেও পারেননি তিনি কে ছিলেন?

তবে সম্প্রতি বলিউড ভিত্তিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, অমৃতার চরিত্রে আর কেউ নন, স্বয়ং দীপিকাই অভিনয় করেছেন। সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ব্যবহারকারী একাধিক ভিডিও পোস্ট করেছেন। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, জানলার ধারে কোলে শিশু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা‌।

নেটিজেনদের বক্তব্য, এটি ‘ব্রহ্মাস্ত্র ২’তে দীপিকার লুক। প্রসঙ্গত, দিনকয়েক আগেই ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক অয়ন মুখোপাধ্যায় জানান যে, ওটিটিতে ছবিটি মুক্তি দেওয়ার পর তাতে বেশ কিছু পরিবর্তন এনেছেন তারা। এর আগে যখন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায় তখন অভিনেত্রীর মুখ অস্পষ্ট ছিল। তবে ওটিটিতে আসার পর বেশ ভালোই স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে।