Arijit

প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ‘লর্ডস বেল’ বাজালেন বাংলার দীপ্তি শর্মা, গর্বিত গোটা দেশ

ভারত তথা বাংলার মহিলা ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাকে বিশেষ সম্মানে সম্মানিত করলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ‘লর্ডস বেল’ বাজালেন দীপ্তি শর্মা, তাও সেটা ভারতের স্বাধীনতা দিবসের দিন। ক্রিকেটের মক্কা লর্ডসে সম্মানিত হলেন ভারত ও বাংলা দলের মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মা। এর আগে ইংল্যান্ডের একাধিক মহিলা ক্রিকেটার ‘লর্ডস বেল’ বাজিয়েছিলেন। তবে এই প্রথম কোন ভারতীয় মহিলা ক্রিকেটার ‘লর্ডস বেল’ বাজিয়ে সম্মানিত হলেন।

   

ভারতের প্রাক্তন তারকা উইকেট-রক্ষক ব্যাটসম্যান ফারুক ইঞ্জিনিয়ার চলতি টেস্টের তৃতীয় দিনে ‘লর্ডস বেল’ বাজিয়ে ছিলেন। এবার এই সম্মান পেলেন বাংলা ও ভারতীয় মহিলা দলের এই তারকা অলরাউন্ডার।

‘লর্ডস বেল’ বাজানোর পর দীপ্তি শর্মা বলেন, ” লর্ডসে খেলা প্রত্যেক ক্রিকেটারের কাছেই স্বপ্ন। তবে আজ স্বাধীনতা দিবসের দিন এত মানুষের মাঝে লর্ডস বেল বাজিয়ে আমার খুবই ভালো লাগছে। এইদিনটি আমার বিশেষ ভাবে মনে থাকবে।”
দীপ্তির আগে একাধিক ভারতীয় পুরুষ ক্রিকেটার লর্ডস বেল বাজালেও কোন ভারতীয় মহিলা ক্রিকেটার এই সম্মান পাননি। দীপ্তিই প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে ‘লর্ডস বেল’ বাজালেন।