Arijit

পঞ্জাবকে ১৭ রানে হারাল দিল্লি, প্লে-অফের পথে আরও চাপ বাড়ল কলকাতার

গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস এর অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল।

   

প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই ডেভিড ওয়ার্নারকে হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে এইদিন দুর্দান্ত ব্যাটিং করেন সরফরাজ আহমেদ এবং মিচেল মার্শ। 16 বলে 32 রানের দুর্দান্ত ইনিংস খেলেন সরফরাজ আহমেদ অপরদিকে 48 বলে 63 রানের ইনিংস খেলেন মিচেল মার্শ। এই দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 159 রান তোলে দিল্লি ক্যাপিটালস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাঞ্জাব কিংসের দুই ওপেনার শিখর ধাওয়ান এবং জনি বেয়ারিস্ট। 15 বলে 28 রানের ইনিংস খেলেন জনি বেয়ারিস্ট অপরদিকে শিখর ধাওয়ান করেন 16 বলে 19 রান। তারপর পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস। তবে শেষের দিকে 34 বলে 44 রান করে পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতানোর চেস্টা করেন জিতেশ শর্মা। পাঞ্জাব কিংসের ইনিংস শেষ হয়ে যায় 142 রানে। 17 রানে ম্যাচ জিতে নেয় দিল্লি ক্যাপিটালস।