Dev

Moumita

‘টলিউডের নতুন রাজা’, জিৎ-প্রসেনজিৎকে টেক্কা দিয়ে নতুন রেকর্ড দেবের ঝুলিতে

টলিউডে (Tollywood) পা রাখার সময় নানান কটূক্তি শুনতে হয়েছিল তাকে। মশলা মুভির হিরো বলে নাক সিঁটকেছিলেন অনেকেই। তার বাংলা উচ্চারণ নিয়েও কম কটাক্ষ হয়নি। আর আজ সেই মানুষটাই গড়ে ফেললো নতুন রেকর্ড। তবে সেসবে কান না দিয়ে এতদিন কেবল মন দিয়ে নিজের কাজটিই করে গিয়েছিলেন দেব (Dev)।

   

কাজের প্রতি তার সেই নিষ্ঠার ফলও পেয়েছেন হাতেনাতে। শহর তিলোত্তমা থেকে প্রত্যন্ত গ্রামবাংলা, দেবদার ফ্যান এখন সর্বত্র। তার সাম্প্রতিক মুভি ‘প্রজাপতি’ নিয়ে তো চর্চার শেষ নেই। দেব-মিঠুন’র এই জুটিকে দারুন ভালোবাসা দিয়েছে দর্শকমহল।

যদিও মুভিটিকে নিয়ে বিতর্ক কম হয়নি। বাংলার খ্যাতনামা সিনেমা হল নন্দনেও জায়গা হয়নি ছবিটির। কিন্তু তারপরেও নতুন নতুন রেকর্ড গড়ে গেছে ছবিটি। ৫০ দিনের সফরে এবার ১০ কোটির বেঞ্চমার্ক পার করে ফেললো ছবিটি। আর এটাও যে কোনো বাংলা ছবির জন্য নতুন পাওনা তো বটেই।

‘পাঠান’র দাপটে যেখানে সমস্ত বাংলা ছবি কোণঠাসা পড়েছে সেখানে রীতিমত বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে ‘প্রজাপতি’। মুক্তির ৫০ দিনের মাথায় ১০.২৭ কোটির ব্যবসা করেছে ছবিটি। এবার আসা যাক দেবের নয়া রেকর্ড প্রসঙ্গে।

প্রথমেই বলি, এযাবৎ বাংলা সিনেমার ইতিহাসে ১০ কোটির ওপর কামাতে পেরেছে মাত্র ৩টি সিনেমা। যার মধ্যে দুটি হল দেব অভিনীত ‘আমাজন অভিযান’ এবং ‘চাঁদের পাহাড়’। তিন নাম্বার ছবিটি হল জিৎ-এর ‘বস ২’। এবার সেই ১০ কোটির ক্লাবে ঢুকে পড়ল দেবের নতুন ছবি ‘প্রজাপতি’।

প্রসঙ্গত উল্লেখ্য, ‘চাঁদের পাহাড়’র মোট কালেকশন ছিল ২০ কোটি টাকা। যেখানে ‘আমাজন অভিযান’র আয়ের অঙ্ক বেড়ে দাঁড়িয়েছিল ৬০ কোটির ঘরে। এদিকে জিৎ-র ‘বস ২’-র বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকা। তাই দেবের ‘প্রজাপতি’ যে খুব শীঘ্রই জিৎ-র ছবিকে টপকে দেবে তা বলাই বাহুল্য। আর এমনটা হলে প্রথম তিনটি ছবিই হবে দেবের।