dev shared first look of draupadi movie

বাংলা সিনেমায় প্রথম ‘মহাভারত’ বানাচ্ছেন দেব, দ্রৌপদী হবেন এই সুন্দরী নায়িকা! প্রকাশ্যে ফার্স্ট লুক

নিউজশর্ট ডেস্কঃ টলিউডের(Tollywood) অন্যতম সুপারস্টার দেব(Dev), এখন একদিকে ব্যস্ত আছেন অভিনয় নিয়ে, অন্যদিকে ছবির প্রযোজনা নিয়ে। একটার পর একটা ধামাকা ছবি দর্শকদের উপহার দিচ্ছেন তিনি। কিছু কিছু ছবিতে তিনি যেমন অভিনয় করছেন, আবার কিছু ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনার দায়িত্বও রয়েছেন তিনি। খুব শীঘ্রই তার বেশ কিছু সিনেমা মুক্তি পেতে চলেছে।

পুজোয় আসতে চলেছে তার ছবি ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। তবে এবার আরেকটি নতুন ছবির ঘোষণা করেছেন দেব। এবার তিনি ‘মহাভারত’ বানানোর পরিকল্পনায় রয়েছেন। এখানে ‘দৌপ্রদী'(Draupadi Movie) হবেন কে এবং তার প্রথম লুক ফাঁস হয়ে গিয়েছে। এই মহাভারত ছবির পরিচালনার দায়িত্ব রয়েছেন রামকমল মুখোপাধ্যায়। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস এবং প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে এই বিগ বাজেট সিনেমা।

স্বনামধন্য লেখিকা প্রতিভা রায়ের ‘ইয়াজনাসেনি’(Yajnaseni) অবলম্বনে এই সিনেমার গল্প তৈরী হবে বলে জানানো হয়েছে। দেবের সিনেমায় দ্রৌপদীর চরিত্রে দেখা যাবে অভিনেতার প্রেমিকা রুক্মিণী মৈত্রকে(Rukmini Maitra)। দেব জানিয়েছিলেন, ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’র সময়েই দ্রৌপদীকে বড়পর্দায় বানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। এছাড়া অভিনেতা জানিয়েছেন যে রামকমল মুখার্জীর কাজ তার খুব পছন্দ হয়েছে।

দেব বলেছেন যে ‘বিনোদিনী’তে রামকমল মুখোপাধ্যায়ের কাজ দেখেই তিনি বুঝেছেন তাঁর ভিস্যুয়াল রিপ্রেজেন্টেশন স্কিল কতখানি ভালো। সেই জন্য দ্রৌপদীর জন্যেও তাঁকেই দায়িত্ব দিয়েছেন অভিনেতা। এছাড়া বিনোদিনীতে রুক্মিনীর অভিনয় ভালো লাগাতে তাকেই দ্রৌপদীর চরিত্রের জন্য বাছেন দেব।

ইতিমধ্যেই এই ছবির প্রথম লুক প্রকাশ্যে এসে গিয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, একটি সিংহাসন এবং তার পাশে দু’টি জ্বলন্ত মশাল দেখা গিয়েছে। আবার সিংহাসনের ওপর রয়েছে একটি সিংহ এবং তারও ওপর রয়েছে তীর-ধনুক। এখন জোরকদমে ছবির চিত্রনাট্যের কাজ চলছে বলে জানা গিয়েছে।

Avatar

Papiya Paul

X