Srabanti Chatterjee

Moumita

শ্রাবন্তীর জীবনে নতুন ইনিংস, ভিকির বাবা শ্যাম কৌশলের সঙ্গে কাজের সুযোগ পেলেন অভিনেত্রী

খবরে ছিল আগেই এবার একেবারেই সইসাবুদ। শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি ‘দেবী চৌধুরানী’র হাত ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ভিকি কৌশলের বাবা শ্যাম কৌশল। সম্প্রতি মুম্বইয়ে গিয়ে নাকি শ্যাম কৌশলের সঙ্গে পাকা কথা বলে এসেছেন পরিচালক শুভ্রজিৎ। এই খবরের পর ভালোই আলোড়ন উঠেছে টলিপাড়ায়।

   

একথা আগেই শোনা গেছিল যে, শুভ্রজিৎ মিত্রের আগামী ছবি এখনও পর্যন্ত সর্বাধিক বাজেটের বাংলা ছবি হতে চলেছে। ছবিতে ‘দেবী চৌধুরানি’র(Devi Choudhurani) চরিত্রে রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্য়ায় (Srabranti) ও ভবাণী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে (Prosenjit Chatterjee)। এবার শ্রাবন্তীকেই মারামারি করা শেখাবেন শ্যাম(Shyam Kaushal)।

প্রসঙ্গত উল্লেখ্য, বাজিরাও মস্তানি, পদ্মাবত, মনিকর্নিকা, পিএস ওয়ান, পিএস টু-এর অ্যাকশন ডিরেক্টরের কাজ করেছেন শ্যাম কৌশল। সূত্রের খবর, ডুয়ার্স থেকে শুরু করে পুরুলিয়া, বীরভূম প্রায় গোটা বাংলা জুড়েই শ্যুট করবেন পরিচালক শুভ্রজিৎ মিত্র। কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গায় তৈরি হবে ছবির সেট।

এই বিষয় নিয়ে পরিচালক শুভ্রজিৎ-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চিত্রনাট্য পড়ে ওনার খুব ভাল লেগেছে। পুরো টিম নিয়ে শীঘ্রই কলকাতায় আসবেন। ছবির অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করবেন শ্যামজি।’ জানা গেছে, ছবির কলাকুশলীদের অ্যাকশন নিয়ে একাধিক ওয়ার্কশপও করাবেন তিনি।

আসলে প্রসেনজিৎ এবং শ্রাবন্তী সহ ছবির প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরই কমবেশি অ্যাকশন রয়েছে। আর এই সমস্ত চরিত্রাভিনেতাদের অ্যাকশন দৃশ্যে ট্রেনিং দেবেন শ্যাম এবং তার টিম। এদিকে শ্যাম কৌশলেরও এটিই প্রথম বাংলা ছবি। তাই সবে মিলিয়ে ভালোই হাইপ তৈরি হয়েছে শুভ্রজিৎ-র ‘দেবী চৌধুরানী’ নিয়ে।

এই প্রসঙ্গে পরিচালককে জিজ্ঞেস করা হয়, বোম্বে থেকে অ্যাকশন ডিরেক্টর আসছেন, তবে কি অভিনেতাও আসবে? উত্তরে শুভ্রজিৎ জানান, ‘আমার এটাই গোঁ। বাংলার অভিনেতা অভিনেত্রীদের দিয়েই প্যান ইন্ডিয়া ছবি তৈরি করব। এটা নিয়েও আমি প্রযোজকের সঙ্গে সবসময় লড়াই করছি। সবাই বলছে, বোম্বে থেকে নে। কিন্তু আমি নেব না। এটার যা বাজেট আমি বলিউড থেকে লোক নিতেই পারি কিন্তু নেব না। এটা চয়েজ, কম বাজেটের কারণে নয়। যদি মনিরত্নম করতে পারেন যদি কান্তারা তৈরি হতে পারে তাহলে আমরা বাঙালিরা পারব না কেন?’