Devlina Kumar

Moumita

পরীক্ষা না দিয়েও ফার্স্ট! নিজেকে বুদ্ধিমতি প্রমাণ করতে চরম বিপাকে উত্তম কুমারের নাতবৌ

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। অভিনেত্রীর শেষ ধারাবাহিক হল, স্টার জলসার ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi)। ধারাবাহিকে খলনায়িকা রাইমার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তবে এরপর আর কোনো প্রোজেক্টে দেখা যায়নি তাকে।

   

প্রসঙ্গত, দেবলীনা (Devlina Kumar) হলেন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে। তবে এটাই তার একমাত্র পরিচিতি নয়। তিনি একাধারে একজন সফল অভিনেত্রী অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) নাতবৌ। মহানায়কের নাতি গৌরবকে বিয়ে করছেন তিনি। সব মিলিয়ে টেলিপাড়ায় কোনো ছোট নাম নয় ‘দেবলীনা’।

তবে সম্প্রতি অভিনয় নয় অন্য একটি বিষয়কে কেন্দ্র করে শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। আসলে তিনি রাজ্যের শাসকদলের সক্রিয় কর্মী হওয়ায় মাঝেমধ্যেই খোঁচা দিয়ে কথা বলেন নিন্দুকরা। কেউ কেউ তো এটাও বলেন যে, ‘সবটাই বাবা করে দিয়েছেন’। জনৈক কটাক্ষ, ‘নিজের গুণে নয়, বাবার ক্ষমতার জোরেই তিনি যাবতীয় সাফল্য অর্জন করেছেন’।

টলিউড,বিনোদন,গসিপ,দেবলীনা কুমার,সেট পরীক্ষা,সোশ্যাল মিডিয়া,ফেসবুক,Tollywood,Entertainment,Gossip,Devlina Kumar,SET Examination,Social Media,Facebook,Trolling,RET,ট্রোল,রেট

আর এইসব খোঁচার জবাব দিতে সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগে একটি পোস্ট করেছিলেন দেবলীনা। আসলে অনেকেই হয়ত জানেননা, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ‘গেস্ট লেকচারার’ হিসেবে অধ্যাপনাও করেন তিনি। আর সেই রেশ টেনেই তিনি এইদিন একটি প্রবেশিকা পরীক্ষার রেজাল্টের ছবি শেয়ার করেছেন তিনি।

টলিউড,বিনোদন,গসিপ,দেবলীনা কুমার,সেট পরীক্ষা,সোশ্যাল মিডিয়া,ফেসবুক,Tollywood,Entertainment,Gossip,Devlina Kumar,SET Examination,Social Media,Facebook,Trolling,RET,ট্রোল,রেট

আজ থেকে ৮ বছর আগের একটি পরীক্ষার ফলাফলের ছবি শেয়ার করে দেবলীনা লেখেন, ‘আমার ফোনের অ্যালবামে এই স্ক্রিনশটটি পাওয়া গেছে। যাঁরা জানেন না তাঁদের জন্য বলি এটি পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার জন্য একটি অনলাইন পরীক্ষা’। সাথে আরো লিখেছিলেন, ‘অনলাইনটা বললাম যাতে আবার কিছু মানুষ না ভাবে যে আমার বাবা এটা করিয়ে দিয়েছে’।

টলিউড,বিনোদন,গসিপ,দেবলীনা কুমার,সেট পরীক্ষা,সোশ্যাল মিডিয়া,ফেসবুক,Tollywood,Entertainment,Gossip,Devlina Kumar,SET Examination,Social Media,Facebook,Trolling,RET,ট্রোল,রেট

তবে এই ঘটনায় বিপাকে পড়েছেন তিনি নিজেই। একজন লিখেছেন, ‘ভদ্রমহিলা তো ভাল মতো ছ়ড়িয়েছেন।’ তো আবার কারও প্রশ্ন ছিল ‘সেট পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড আবার কবে থেকে ঘোষণা করা হল? এটা তো বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষা।’ শেষমেষ নিজের ভুল বুঝতে পেরে, নিজের করা পোস্টটি ডিলিট করে দেবলীনা লেখেন, ‘সংশোধন করলাম। ওটা রেট পরীক্ষা হবে’।