Sidharth Kiara

Moumita

খুব শীঘ্রই বিয়ে হচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার, দেখা যাবে এই OTT প্লাটফর্মে!

আরব সাগরের পাড়ে এখন বিয়ের মরশুম। এই যেমন দিন কয়েক আগেই ক্রিকেট তারকা কে.এল রাহুলের সঙ্গে গাটছড়া বেঁধেছেন সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। আর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের (Bollywood) আরও এক লাভবার্ডস সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)।

   

বিগত কয়েকদিন ধরেই ধরেই ইন্ডাস্ট্রির অন্দরমহলে সিড-কিয়ারার বিয়ে নিয়ে চর্চা একেবারে তুঙ্গে। প্রস্ততিও তুঙ্গে, আর তো কিছু সময়ের অপেক্ষা মাত্র। যদিও বিয়ের দিনক্ষণ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই দুই সেলেব। তবে পেজ থ্রীর খবর, আগামী ৪-৬ ফেব্রুয়ারী হতে চলেছে সিড-কিয়ারার বিয়ের জমকালো অনুষ্ঠান।

এছাড়াও আরো বেশকিছু খবর সামনে এসেছে। সাম্প্রতিক তথ্য অনুসারে, বলিউড কিং শাহরুখ খানের প্রাক্তন দেহরক্ষী ইয়াসিন খানকে বিয়ের নিরাপত্তা ব্যবস্থা দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। পাশাপাশি মেহেন্দির অনুষ্ঠান নিয়েও মিলেছে খবর। তবে এর মধ্যেই একটি খবর এমন পাওয়া গেছে যা শুনে বেজায় খুশি অনুরাগীরা।

একথা তো সকলেই জানেন, বলিউডের তারকাদের রাজকীয় বিয়ে নিয়ে চলচ্চিত্র তৈরি হয়। অনুরাগীরাও ঘুরিয়ে-ফিরিয়ে অনুভব করতে চান প্রিয় তারকাদের বিশেষ দিনের রূপ-রস-গন্ধ। আর তাই বিয়ের সেইসব মুহূর্ত দেখানো হয় বিভিন্ন ওটিটি প্লাটফর্মে। এমতাবস্থায় সিড-কিয়ারার বিয়ের ভিডিওর স্বত্ব কারা পেল?

বলিউড,বিনোদন,গসিপ,কিয়ারা আডবাণী,সিদ্ধার্থ মালহোত্রা,ওটিটি প্লাটফর্ম,Bollywood,Entertainment,Gossip,Kiara Advani,Sidharth Malhotra,OTT Platform

ভক্তদের মনে এই প্রশ্ন উদয় হতেই এক নতুন ভিডিও নিয়ে হাজির আমাজন প্রাইম। জনপ্রিয় এই OTT সংস্থাটির পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, একপাশে সিড কিয়ারার ছবি এবং তারপাশে একটি পাঁচতারা হোটেলের ছবি। তারপর থেকেই সকলের ধারণা, খুব সম্ভবত এই দম্পতির বিয়ের তথ্যচিত্র প্রাইম ভিডিওতে স্ট্রিম করা হতে পারে।

যদিও বিষয়টি নিয়ে কোনো অফিশিয়াল বিবৃতি এখনও আসেনি। যদিও এর আগেও ভিকি এবং ক্যাটরিনার বিয়ের সময় শোনা গিয়েছিল, তাদের বিয়ের ভিডিয়োও নাকি প্রচুর টাকার বিনিময়ে কিনে নিয়েছে অ্যামাজ়ন প্রাইম ভি়ডিয়ো। কিন্তু সে ভিডিয়ো এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি। আবার দক্ষিণী তারকা নয়নতারার বিয়ের ভিডিও স্ট্রিম করা হয়েছিল OTT প্লাটফর্মে। তাই সিড-কিয়ারার ক্ষেত্রে কী হতে চলেছে তা সময়ই বলবে।