আজ থেকে প্রায় ১৩ বছর আগে শুরু হয়েছিল পথ চলা। দেখতে দেখতে ১৩ টা বছর পেরিয়ে গেলেও জনপ্রিয়তায় কোনো ভাঁটা পড়েনি। বরং ধীরে ধীরে বাংলার ১ নম্বর নন ফিকশন শো হয়ে দাঁড়িয়েছে ‘দিদি নাম্বার ওয়ান’। আর সম্প্রতি এই শো নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। শো-য়ের জন্য নাম রেজিস্ট্রার করা এখন আরো সহজ।
প্রসঙ্গত উল্লেখ্য, ‘দিদি নাম্বার ১’ (Didi No 1) মানেই অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) মিষ্টি, প্রাণখোলা হাসি ও বাংলার দিদিদের গল্প আড্ডা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসেন তারা। জি বাংলার (Zee Bangla) এই প্লাটফর্মে তুলে ধরেন নিজেদের জীবনে ঘটে যাওয়া সব ঘটনা।
তবে সবাই কি সেই সুযোগ পান? উহঃ, অডিশনের লম্বা লাইন পার করে কয়জনই বা মঞ্চে উঠতে পারেন! তার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে অডিশন দিতে হয়। তাও ভাগ্যের শিঁকে ছিড়বে কিনা, তার কোনো ঠিক নেই। তবে এবারে কাজ অনেকটাই সহজ হতে চলেছে।
সূত্রের খবর, এবার থেকে এই শো-য়ে নাম নথিভুক্ত করার জন্য আর লাইনে দাঁড়াতে হবেনা। কারণ এবার থেকে রেজিষ্ট্রেশন হবে অনলাইনেই। নাম নথিভুক্ত করার জন্য আপনাকে যেতে হবে https://garnierdidino1audition.com/ লিঙ্কে। এই লিঙ্কে গেলেই খুলে যাবে রেজিস্ট্রেশন ফর্ম। নিজের নাম সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে।
কী কী তথ্য দেবেন এই ফর্মে : প্রথমেই দেবেন জেলার নাম। তারপর নিজের নাম ও ঠিকানা। মোবাইল নাম্বার এবং একটি অল্টারনেটিভ নাম্বার থাকলে দেবেন। ই-মেল আইডি ও জন্মদিনের তারিখ, মাস, সাল দিতে হবে। সাথে দিতে হবে শিক্ষাগত যোগ্যতা ও পেশা।
আরো একটি বিষয় প্রয়োজন, যা হল পরিবারের সদস্য সংখ্যা। সবশেষে জানাতে হবে ‘দিদি নাম্বার ১’ শোয়ে অংশ গ্রহণ করার উদ্দেশ্য। নাম নথিভুক্ত হওয়ার পর যদি আপনি নির্বাচিত হন তাহলে সরাসরি ফাইনাল অডিশনের জন্য ডাকা হবে। তাছাড়া শোয়ের যাবতীয় নিয়ম কানুনও জানানো হবে।