Digha

Papiya Paul

Digha: উইকেন্ডে দীঘা ট্রিপ ক্যানসেল! মিলবে না কোনো হোটেল, পুরো ফাঁকা বাঙালীর প্রিয় সমুদ্র সৈকত

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি পর্যটকদের কাছে অন্যতম পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন দীঘা(Digha)। হাতে দুই-একদিনের ছুটি পেলেই ব্যাগ পত্র গুছিয়ে দীঘার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ভ্রমণপিপাসু বাঙালিরা। তবে এবার আপনিও যদি এই দু-একদিনের মধ্যে দীঘা যাবার পরিকল্পনা করে থাকেন তাহলে প্ল্যান ক্যানসেল করে ফেলুন।

   

কারণ আগামী দুই দিন আর কোন হোটেল পাওয়া যাবে না। পর্যটকদের হোটেল ছেড়ে দিতে হচ্ছে। আর এর কারণ হলো নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই এখন দীঘায় পর্যটকদের হোটেল খালি করানো হচ্ছে। এমনকি আগামী দু’দিন কোন হোটেল দিঘাতে পাওয়া যাবে না। আর এতে হোটেল ব্যবসায়ী থেকে পর্যটকেরা বিরাট সমস্যায় পড়েছেন।

এমনিতেই গরমের হাত থেকে সাময়িক স্বস্তির জন্য বহু মানুষ দিঘার সমুদ্রে গিয়ে সময় কাটাতে চেয়েছিলেন। তবে এবার ভোটের উৎসবের মাঝে দিঘাতে পর্যটকদের ভিড় থাকলেও এবার দু’দিন বন্ধ থাকবে দীঘার সমস্ত হোটেল। এমনকি বুকিং থাকা সত্ত্বেও পর্যটকদের হোটেল খালি করতে বলা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই ভোটের আগে আর কোন বহিরাগতদের এলাকায় রাখা যাবে না।

Digha

আরও পড়ুন: New Traffic Rules: ১ জুন থেকে বাইরে বেরোনোর আগে সাবধান! পকেটে রাখুন ২৫,০০০ টাকা, নয়তো এই বিশেষ কাগজটি

২৫ শে মে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ রয়েছে, দীঘাতে লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি সমস্ত ব্যবসায়ীদের প্রশাসনিক নিয়ম মেনে এই দু’দিন হোটেল বন্ধ রাখতে নির্দেশ করা হয়েছে। পর্যটকদের হোটেল খালি করার জন্য ২৩ শে মে পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। এরপর সেই সময় পার হতে দিঘার হোটেল ব্যবসায়ী সংগঠন পর্যটকদের হোটেল খালি করার নির্দেশ দিয়েছে। এর ফলে কিছু পর্যটক সমস্যায় পড়েছে।

Digha

অন্যদিকে কিছু হোটেল ব্যবসায়ী জানিয়েছেন যে শনিবার এবং রবিবারের জন্য প্রচুর বুকিং ছিল। কিন্তু প্রশাসনের নিয়ম মেনে ২৫ তারিখ পর্যন্ত আর কোন বুকিং নেওয়া হচ্ছে না। আবার ২৬ তারিখ থেকে বুকিং নেওয়া শুরু হবে। আর ভোটের কারণেই এই দু’দিন কোন পর্যটকরা কোন হোটেল পাবেন না।