প্রথমে টিকিটে ছাড়, উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে কখন ছাড়বে দিঘার বাস? জানুন ভাড়া

Digha Bus From North Bengal

প্রথমে টিকিটে ছাড়, উত্তরবঙ্গের ৬ জায়গা থেকে কখন ছাড়বে দিঘার বাস? জানুন ভাড়া

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: উত্তরবঙ্গের ছয় জায়গা থেকে সহজেই পৌঁছে যাওয়া যাবে দিঘা (Digha Bus)। আর চিন্তার কোনও জায়গা নেই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা থেকে প্রতি সপ্তাহে বাস ছাড়বে। সপ্তাহে দুইদিন ছাড়বে এই বাস। কখন ছাড়বে প্রতিটি বাস, ভাড়া কত হবে, সবটাই জানিয়ে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম।

দেখে নিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিজ্ঞপ্তি’

নিচে দেওয়া রইল বাস কখন ছাড়বে, কোথা থেকে ছাড়বে, ভাড়া কত হবে, তার বিস্তারিত।

বাসের বিবরণ: ৪৫ সিট বিশিষ্ট ভলভো বাতানুকূল ভিডিও কোচ, ২ x ২ পুশ ব্যাক সিট, বেলুন সাস্পেনশন, জিপিএস সিস্টেম, প্যানিক বাটন, মোবাইল চার্জিং, অটোমেটিক অগ্নি নিরোধক ব্যবস্থা থাকবে।

কোচবিহার থেকে দিঘা

  • কোচবিহার থেকে: প্রতি সোমবার এবং শুক্রবার দুপুর ২:০০ টায় ছাড়বে।
  • দিঘা থেকে: মঙ্গলবার এবং শনিবার দুপুর ২:০০ টায় ফিরে আসবে।
  • প্রথম যাত্রা শুরু: ৩০ মে (শুক্রবার)।
  • রুট: বাসটি ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা এবং কোলাঘাট হয়ে যাবে।

আলিপুরদুয়ার থেকে দিঘা বাস তথ্য

  • আলিপুরদুয়ার থেকে: প্রতি মঙ্গলবার এবং শনিবার দুপুর ২:০০ টায় ছাড়বে।
  • দিঘা থেকে: বুধবার এবং রবিবার দুপুর ২:০০ টায় ফিরে আসবে।
  • প্রথম যাত্রা শুরু: ৩১ মে (শনিবার)।
  • রুট: বাসটি ফালাকাটা, শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা এবং কোলাঘাট হয়ে যাবে এবং দীঘার জগন্নাথ মন্দিরে থামবে।

জলপাইগুড়ি থেকে দিঘা বাস তথ্য

  • জলপাইগুড়ি থেকে: প্রতি বুধবার এবং শনিবার বিকাল ৪:০০ টায় ছাড়ে।
  • দিঘা থেকে: বৃহস্পতিবার এবং রবিবার বিকাল ২:৩০ টায় ফিরে আসে।
  • প্রথম যাত্রা শুরু: ২৮ মে (বুধবার)।
  • রুট: বাসটি শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতার মধ্য দিয়ে যাবে।

শিলিগুড়ি থেকে দিঘা বাস তথ্য

  • শিলিগুড়ি থেকে: প্রতি বৃহস্পতিবার এবং রবিবার বিকাল ৫:৩০ টায় ছাড়ে।
  • দিঘা থেকে: শুক্র ও সোমবার বিকাল ২:৩০ টায় ফিরে আসে।
  • প্রথম যাত্রা শুরু: ২৯ মে (বৃহস্পতিবার)।
  • রুট: বাসটি রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতার মধ্য দিয়ে যাবে।

রায়গঞ্জ থেকে দিঘা বাস তথ্য

  • রায়গঞ্জ থেকে: প্রতি সোমবার এবং শুক্রবার সন্ধ্যা ৭:৩০ টায় ছাড়ে।
  • দিঘা থেকে: মঙ্গলবার এবং শনিবার বিকাল ৩:০০ টায় ফিরে আসে।
  • প্রথম যাত্রা শুরু: ৩০ মে (শুক্রবার)।
  • রুট: বাসটি মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতার মধ্য দিয়ে যাবে।

মালদা থেকে দিঘা বাস তথ্য

  • মালদা থেকে: প্রতি মঙ্গলবার এবং শনিবার রাত ৯:০০ টায় ছাড়বে।
  • দিঘা থেকে: বুধবার এবং রবিবার বিকাল ৩:০০ টায় ফিরে আসবে।
  • প্রথম যাত্রা শুরু: ৩১ মে (বৃহস্পতিবার)।
  • রুট: বাসটি বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতার মধ্য দিয়ে যাবে।

আরও পড়ুন: ‘কোনও সুযোগ নয়’- ‘অযোগ্য’ চাকরিহারাদের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

ভাড়া কত হবে?

Digha Bus
Digha Bus

 

কীভাবে (Digha Bus) বাসের টিকিট বুক করবেন?

  1. কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদার বাসস্ট্যান্ড থেকে বাসের টিকিট বুকিং করতে পারবেন।
  2. দিঘা থেকেও বাসের টিকিট কাটতে পারবেন।
  3. www.redbus.in ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
সঙ্গে থাকুন ➥