পকেটে ৩০ টাকা থাকলেই পৌঁছে যাবেন দীঘা, জোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল, রইল টাইমটেবিল

Digha Local Train

পকেটে ৩০ টাকা থাকলেই পৌঁছে যাবেন দীঘা, জোড়া লোকাল ট্রেন চালু করল দক্ষিণ-পূর্ব রেল, রইল টাইমটেবিল

Shree Bhattacharjee

Published on:

শ্রী ভট্টাচার্য, কলকাতা: দীঘা বরাবরই বাংলার অন্যতম প্রিয় এক পর্যটনকেন্দ্র। তবে এবার ভিড়ের বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত বাংলা নববর্ষ দোরগোড়ায়। তার উপর আবার দীঘার নতুন জগন্নাথ মন্দির। দর্শনার্থীদের আকর্ষণ করছে। ভিড় বাড়ছে। আগামী দিনে আরও বাড়ার সম্ভাবনা প্রবল। আপনিও কি একই সময়ে দীঘা যাওয়ার প্ল্যানে আছেন। তাহলে আপনার জন্য সুখবর। এবার দক্ষিণ পূর্ব রেলওয়ে দীঘা যাওয়ার জন্য লোকাল ট্রেনের ব্যবস্থা করেছে।

এই ভ্যাঁপসা গরমে কিছুটা স্বস্তি পাবেন আপনিও। পকেটে ৩০ টাকা ভাড়া নিয়েই পৌঁছে যাবেন দীঘা স্টেশন। আর বাসের ভিড় ঠেলতে হবে না। একজোড়া স্পেশাল লোকাল ট্রেন (Digha Local Train) পরিষেবা চালুর ঘোষণা করে দিয়েছে রেলওয়ে। সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সরোজ ঘড়া এ প্রসঙ্গে বলেছেন, পর্যাপ্ত ট্রেন না থাকার কারণে দীর্ঘদিন ধরেই দীঘাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছিল।

আবার নববর্ষ আর জগন্নাথ মন্দির উদযাপনের দিনও সামনে এখন। তাই দীঘায় ভিড় আরও বাড়বে। সেই কথা মাথায় রেখেই সাংসদ সৌমেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিশেষ ট্রেন চালানোর অনুরোধ জানানো হয়েছিল। রেল অনুরোধ শুনেছে। হাজার হাজার যাত্রীর জন্য তাই এটিই খুশির খবর।

আরও পড়ুন: সেক্টর ফাইভ থেকে হলদিরাম পৌঁছে দেবে মেট্রো, কবে শুরু পথ চলা? এল বড় আপডেট

একনজরে দেখে নিন ট্রেনের টাইমটেবিল

দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানা গিয়েছে, ট্রেনটি পাঁশকুড়া থেকে দীঘা পর্যন্ত যাতায়াত করবে।

পাঁশকুড়া স্টেশন থেকে ছাড়বে সকাল ১১ টায়। দীঘা পৌঁছাবে দুপুর ১ টা ৫০ মিনিটে।
দীঘা থেকে ছাড়বে দুপুর ২ টো ৫০ মিনিটে এবং পাঁশকুড়া স্টেশনে পৌঁছাবে বিকেল ৫ টা ৩৫ মিনিটে।

কত টাকা খরচ হবে?

  1. পাঁশকুড়া থেকে দীঘা পৌঁছাতে লোকাল ট্রেনের ভাড়া মাত্র ৩০ টাকা।
  2. সাধারণ লোকাল ট্রেনের মতোই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যেতে লাগবে মাত্র ১০ টাকা।

কবে থেকে শুরু এই ট্রেন পরিষেবা?

রেলের সূত্রের খবর, এই জোড়া স্পেশাল ট্রেন পরিষেবা শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। অর্থাৎ, বুধবার থেকে এই ট্রেনের শুভারম্ভ হয়েছে। মনে রাখবেন যে ট্রেনটি সাময়িক সময়ের জন্যই চলবে। আগামী ৮ই জুনের পর এই জোড়া লোকাল ট্রেন আর চালানো হবে না। তাই যদি ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে, এখনই ব্যাগ গুছিয়ে দৌড় লাগান।

সঙ্গে থাকুন ➥