দার্জিলিং থেকে দীঘা, থাকা-খাওয়া সব ফ্রি, একেবারে সস্তায় দুর্দান্ত প্যাকেজ আনলো পশ্চিমবঙ্গ সরকার

নিউজশর্ট ডেস্কঃ আর মাত্র কয়েকটা দিন। তারপরেই সাজো সাজো রব উঠবে বাঙালির মনে। এর কারণ সামনেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা(Durgapuja)। ইতিমধ্যেই দুর্গোপূজোয় কে কোথায় যাবেন, কি খাওয়া দাওয়া করবেন সমস্ত কিছুই প্ল্যান সেরে ফেলেছেন বহু মানুষ। এদিকে অক্টোবর মাস পরে গিয়েছে। অনেকে আবার দুর্গাপুজোর সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে ভালোবাসেন।

এই কটা দিন শহরের কোলাহল থেকে দূরে কোথাও ঘুরতে গিয়ে নিজেদের জন্য একান্তে সময় কাটাতে চান বহু বাঙালীরাই। আপনি যদি দূর্গাপূজার সময় কয়েকটা দিন বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল আপনার জন্য। আর এর জন্য আপনাকে পুরো প্রতিবেদনটি অবশ্যই পড়তে হবে।

দুর্গাপূজার সময় যেসব বাঙালিরা বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য দারুন সুযোগ নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government)। রাজ্য পর্যটন দপ্তরের তরফ থেকে বিশেষ ট্যুর প্যাকেজ আনা হয়েছে পর্যটকদের উদ্দেশ্যে। এই ট্যুর প্যাকেজে ঘোরা থেকে শুরু করে থাকা-খাওয়া যাবতীয় ব্যবস্থা সমস্ত কিছুই থাকবে। সব থেকে বড় কথা হল এই ট্যুর প্যাকেজে রাজ্যের ১৬ টি ডেস্টিনেশন যুক্ত আছে।

offbeat darjeeling tour you may travel for kolakham

এই ট্যুর প্যাকেজে আপনি যেমন পাহাড়ে যেতে পারবেন, তেমনি জঙ্গল,সমতল সমস্ত কিছুই পেয়ে যাবেন। এই বিশেষ ট্যুর প্যাকেজটি বিগত ২৬ সেপ্টেম্বর পর্যটন দফতরের তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছে। এই ট্যুর প্যাকেজে আপনি দার্জিলিং ও কালিম্পং থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থাকবে বন্যপ্রাণের আওতায়।

আবার হেরিটেজ ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, মালদহ, হাওড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, কোচবিহার ও কলকাতা। এর সাথেই রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রামেরও প্যাকেজ। অন্যদিকে আপনি যদি সমুদ্র দেখতে চান তবে প্যাকেজে রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। তাহলে এবার কোথায় ঘুরতে যাবেন সেটা ঠিক করে ব্যাগপত্তর গুছিয়ে ফেলুন।

Avatar

Papiya Paul

X