পার্থ সারথি মান্না, কলকাতাঃ ব্যস্ত জীবনের মাঝে একটু শান্তি পেতে চাইলে এক কিংবা দুই দিনের ছুটি মানেই ডেস্টিনেশন দিঘা (Digha)। বাঙালির প্রিয় ডেস্টিনেশন দিঘা বিগত বেশ কিছুদিন যাবৎ সংবাদ মাধ্যমের শিরোনামে রয়েছে। এর একটা কারণ অবশ্য সামনেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তবে সম্প্রতি আরও একটি বড় ঘোষণা সামনে এসেছে। তাই আপনিও যদি দিঘা যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।
দিঘা নিয়ে বড় সিদ্ধান্ত নিল প্রশাসন
আসলে দিঘাকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে প্রতিনিয়ত কাজ করে চলেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। তাই এবার আগামী ২৯ শে এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই দিঘাকে ঢেলে সাজাতে কোমর কষছে প্রশাসন। তবে শুধুই সাজানো নয়, হোটেল, টোটো পরিষেবা, আলো, ড্রেনেজ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে রাস্তা দখল সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে।
১০টি আলাদা জোন তৈরি হবে দিঘায়
যেমনটা জানা যাচ্ছে দিঘাকে মোট ১০টি আলাদা জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে দিঘা-শঙ্করপুর পর্ষদ। এরফলে সমস্ত বিষয়ে নজরদারি আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। কারণ প্রতিটা জোনের জন্য আলাদা করে প্রতিনিধি নিযুক্ত করা হবে। তারাই সবিতার দেখাশোনা করবে।
জগন্নাথ মন্দির তৈরির আগে জোরকদমে প্রস্তুতি
পরিসংখ্যান বলছে, উইকেন্ড বা স্পেশাল দিন ছাড়াও দিঘায় প্রতিদিন গড় ৩০০০ থেকে ৪০০০ পর্যটকের আগমন হয়। তবে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় এই সংখ্যাটা দ্বিগুণ বা তিনগুণ হতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে প্রশাসন।
ইতিমধ্যেই অতিরিক্ত ভিড় সামলানোর জন্য ট্রাফিক ব্যবস্থাকেও উন্নত করা হচ্ছে। তাছাড়া একদিকে যেমন স্পেশাল দিনগুলিতে হোটেল ভাড়া দ্বিগুণ হয়ে যায়। তেমনি অন্যদিকে টোটো চালকেরাও ইচ্ছামত ভাড়া দাবি করতে থাকে। এই সমস্ত বিষয়েও কড়া নজরদারি করা হবে বলে আশ্বাস দিয়েছেন দিঘা ও শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রসাধক অপূর্ব বিশ্বাস।
আরও পড়ুনঃ বন্ধ পেনশন থেকে অবসরকালীন সুবিধা! কয়েক লক্ষ সরকারি কর্মীদের মাথায় বাজ ফেলল কলকাতা হাইকোর্ট
অপূর্ব বাবু জানান, প্রতিটা জোনে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা থাকবেন। পর্যটক হোক বা স্থানীয় মানুষ সমস্যার পড়লে বা দিঘার পরিষেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে সেটা আমাদের জানালেই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া অতিরিক্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে পর্ষদের ওয়েবসাইটে একটি কমপ্লেন হেল্পলাইন চালু করা হয়েছে। সেখানেও সোজাসুজি ফোন করে অভিযোগ করা যেতে পারে।