কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন করে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য তৈরি করার দাবি তুলেছিলেন উত্তরবঙ্গের দুই বিজেপি সংসদ জন বার্লা এবং নিশীথ পারামানিক। তারপর কেন্দ্রীয় মন্ত্রী হন জন বার্লা এবং নিশীথ পারামানিক। কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরও আলাদা উত্তরবঙ্গের দাবিতে অনড় জন বার্লা। এবার এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘‘বিজেপি পশ্চিমবঙ্গ ভাগের বিরুদ্ধে। যদি কেন্দ্রে মন্ত্রী হয়েও জন বার্লা বা কেউ এমন কিছু বলেন, তবে আমাদের দলের উপর তলায় তা জানাতে হবে।’’