Arijit

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে একহাত নিলেন দীনেশ কার্তিক, দিলেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া

ইংল্যান্ডের মাটিতে চলছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ। এই টেস্ট ম্যাচের পরই রয়েছে ভারত ও ইংল্যান্ড এর টি-টোয়েন্টি সিরিজ। সেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়ে ভারতীয় দল। ইংল্যান্ডে পৌঁছে ইংল্যান্ডের আঞ্চলিক ক্লাব গুলির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় টি-টোয়েন্টি দল।

   

শুক্রবার প্রথম টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলে ভারত। আর সেই ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। তার পরেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে এক হাত নিলেন দীনেশ কার্তিক।

এজবাস্টন টেস্টে অনবদ্য ১৪৬ রানের ইনিংস খেলে ভারতকে লড়াইয়ে ফিরিয়েছেন ঋষভ পন্থ। ভারত- ইংল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলার নির্বাচিত অংশের যে ভিডিয়ো ইসিবি প্রকাশ করেছে, তা নিয়েই ক্ষুব্ধ কার্তিক। তাঁর অভিযোগ, ভিডিয়োয় পন্থের শতরানকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।