Arijit

রায়নার আট বছরের পুরনো রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন দীনেশ কার্তিক

বেশ কয়েক বছর আইপিএল-এ সাফল্য না পেলেও এবার আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে স্বপ্নের ফর্মে আছেন কলকাতা নাইট রাইডার্স এর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। গত কয়েক বছর কেকেআর অধিনায়ক থাকার সময় ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন দীনেশ কার্তিক। তবে এবার কেকেআর থেকে বেঙ্গালুরুতে আসার পরই ব্যাট হাতে কার্যত অন্য দীনেশ কার্তিককে দেখছে ক্রিকেট মহল।

   

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নেমেছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই ম্যাচেও সেই বিস্ফোরক দীনেশ কার্তিককে দেখা গেল। হায়দরাবাদের বিরুদ্ধে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেও চেনা মেজাজে আক্রমণাত্মক ব্যাটিং করলেন কার্তিক। মাত্র 8 বলে 30 রানের বিস্ফোরক ইনিংস খেললেন দীনেশ কার্তিক।

আর এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গে আইপিএলে নয়া রেকর্ড করলেন দীনেশ কার্তিক। সুরেশ রায়না, ইউসুফ পাঠানকে টপকে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে আইপিএলে সবথেকে বেশি স্ট্রাইক রেট নিয়ে 30 রান করার রেকর্ড করলেন দীনেশ কার্তিক। এইদিন দীনেশ কার্তিকের 30 রানের ইনিংসের স্ট্রাইক রেট ছিল 375।