শুরুতে টি২০ মেজাজে শুরু করলেও মাস গড়ানোর সঙ্গে ভারতের বিভিন্ন অংশ থেকে ক্রমেই কমেছে বৃষ্টির পরিমাণ। যার ফলে আগামী ৫ বছরে সর্বনিন্ম বর্ষা দেখল জুলাই। ১০% ঘাটতি বলে জানা যাচ্ছে। তবে বর্ষার দ্বিতীয় ভাগে মেজাজে ফিরতে পারে বৃষ্টি। অগস্ট-সেপ্টেম্বর মাসে হতে পারে অধিক বৃষ্টি। স্বাভাবিকের থেকে ৪% অধিক (১০৪ শতাংশ) বর্ষণ হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অগস্টে বৃষ্টি হতে পারে ৯৭ শতাংশ।