Papiya Paul

সূরা প্রেমিকদের জন্য সুখবর, আগামীকাল থেকে কমতে চলেছে সমস্ত মদের দাম

আরো একবার বাঙালি বিশেষ করে সূরা প্রেমিকদের জন্য এলো সুখবর। আগামী মঙ্গলবার ব্রিটিশ ওয়াইনের দাম, শুধুমাত্র তাই নয় কবে যাবে চিল্ড বিয়ারের দাম। আবগারি শুল্ক কমানোর ফলে করতে চলেছে মদ এবং বিয়ারের দাম। ফলে বাজারে বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করছে প্রশাসন।

   

রাজ্যের অর্থ বিভাগের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, সরকার আবগারি শুল্কের হার সংশোধন করার ফলে কমে যাচ্ছে বিলিতি ওয়াইন এবং বিয়ারের দাম। ২০০০ টাকায় ১০০ টাকা থেকে ৪৫০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। অন্যদিকে ২৫০০ টাকারে এমআরপির ক্ষেত্রে কমে যেতে পারে ৫০০ থেকে ৬০০ টাকা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামীকাল থেকে বিভিন্ন মদের দামের তালিকা কি হতে পারে

রয়েল চ্যালেঞ্জ ১০০০ টাকা থেকে কমে যাবে ৭৩০ টাকাতে।

ব্লেন্ডার প্রাইড ১৩৫০ টাকা থেকে কমে যাবে ৯২০ টাকায়।

mcdowell’s সেলিব্রেশনের দাম ৬৪০ থেকে কমে যাবে ৫৮০ টাকায়

অ্যান্ড ইকুইটি ব্লু পাওয়া যাবে ১৬১০ টাকার বদলে মাত্র ১২০০ টাকায়।

এই প্রসঙ্গে একজন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, দাম কমে গেলে স্বাভাবিকভাবে বিক্রি বাড়বে, ফলে আবগারি রাজস্ব বেড়ে যাবে। গত বছরের মার্চে শেষ সপ্তাহ থেকে প্রায় সর্বক্ষেত্রে রাজ্যের রাজস্ব আদায়ে একেবারে থমকে গেছে। গতবছর মদের ওপর বাড়তি কর চাপাতে বাধ্য হয়েছিল সরকার। কিন্তু এবারও পশ্চিমবঙ্গের দেশি মদের বোতলে সম্পূর্ণ বিদেশী মদ বিক্রির পরিকল্পনা এগোচ্ছে রাজ্য সরকার।

প্রসঙ্গত, গতবছর লকডাউন ঘোষণা করার আগে সাধারণ মানুষের মদের দোকানের বাইরে লাইন দেখে রীতিমতো হতবাক হয়ে গেছিলেন প্রশাসনিক কর্মকর্তারা। ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তাই আরো একবার মদের ওপরই নির্ভর করতে হলো সরকারকে।