গত ১৫ জুন থেকেই ঝলমল করছে দেওল(Deol) পরিবার। বলিউড(Bollywood) তারকা সানি দেওলের(Sunny Deol) ছেলের বিয়ে বলে কথা। বিয়ের আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছিল সকলেই। এরপর গত ১৭ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হন করণ দেওল(Karan Deol)। বঙ্গ তনয়া দৃশা আচার্যর গলায় মালা দিয়েছেন তিনি। দেওল পরিবারের এই খুশির মুহুর্তে উপস্থিত ছিলেন বলিউড (Bollywood)-এর জনপ্রিয় তারকারা।
এইদিন নিমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সলমন খান (Salman Khan), আমির খান (Aamir Khan), সঞ্জয় দত্ত (Sanjay Dutt) থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) মত আরো অনেক তারকা। অতিথি আপ্যায়নের তদারকি করছিলেন সানি দেওল নিজে। এবং তার সর্বক্ষণের সঙ্গী ছিলেন ছোট ছেলে রাজবীর। তবে সকলের নজর আটকেছিল সানি দেওলের স্ত্রী পূজা দেওল (Pooja Deol)-এর উপর।
কারণ এমনিতে একেবারেই ক্যামেরা পার্সন নন পূজা। সোশ্যাল মিডিয়াতেও সেভাবে অ্যাক্টিভ নন তিনি। বরাবরই প্রচারের আলো থেকে দূরেই থাকতে দেখা গিয়েছে পূজাকে(Pooja Deol)। দীর্ঘদিন পর ছেলের বিয়ে উপলক্ষ্যে ক্যামেরার সামনে আসতে দেখা গেল তাকে। তবে এবারও কিন্তু কোনরকম পোজ দিয়ে ফোটোশেসন করতে দেখা যায়নি তাকে। পুত্রবধূর সঙ্গে কিছু মুহুর্ত ক্যামেরাবন্দি করে নিলেন কেবল।
এমতাবস্থায় সকলের মনেই একটা প্রশ্ন ঘোরে যে কেন তিনি এতটা আড়ালে থাকেন? প্রসঙ্গত উল্লেখ্য, সানি স্ত্রীর আসল নাম কিন্তু পূজা নয়, তার আসল নাম লিন্ডা দেওল। জন্মসূত্রে তিনি ব্রিটেনের মানুষ। বাবা ভারতীয় হলেও তার মা মূলত ব্রিটিশ। শোনা যায় ১৯৮৩ সালে ‘বেতাব’ (Betaab) ছবিতে কাজ করতে গিয়ে অমৃতা সিং (Amrita Singh)-র সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন সানি।
এরপর এটা নিয়ে গুজব শুরু হতেই তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসতে হয় সানিকে। তবে বিয়ের পর বেশ অনেকটা সময় বিষয়টাকে লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন ধর্মেন্দ্রপুত্র। এরপর ১৯৯০ সালে সানি এবং পূজার প্রথম সন্তান করণের জন্ম হয়। এরপর বেশ অনেকটা সময় পূজা লন্ডনেই ছিলেন। মাঝে একবার তাদের বিবাহ বিচ্ছেদের খবরও রটে যায়।
তবে সেটা গুঞ্জনই থেকে যায়। বাস্তব জীবনে আজও তারা স্বামী-স্ত্রী। কিন্তু কখনও সানির সঙ্গে দেখা যায়নি পূজাকে। দীর্ঘ সময় পর ছেলের বিয়েতে একসাথে ক্যামেরার সামনে এলেন তারা। তবে জানেন কি পূজার কর্মজীবন কী? অনেকেই হয়তো জানেননা যে, লাইমলাইটে না আসলেও লেখালেখিকেই নিজের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছেন পূজা। সুপারহিট ছবি ‘ইমলা পাগলা দিওয়ানা’ (Yamla Pagla Deewana)-র চিত্রনাট্য তারই লেখা।