do you know hou much salary got koel mallick per movie

Papiya Paul

বাংলার সেরা নায়িকা, অভিনয় দক্ষতাও প্রচুর, একটা ছবির জন্য কত লাখ পারিশ্রমিক নেন কোয়েল?

নিউজশর্ট ডেস্কঃ স্টাইল এবং স‌ৌন্দর্যই কি টলিউড (Tollywood) অভিনেত্রীদের জনপ্রিয়তার সেরার তালিকায় থাকার অন্যতম রেসিপি? উত্তরটা অবশ্যই হ্যাঁ। আর এর সঙ্গে যদি থাকে ‘সেক্সি লুক’এবং ‘প্রতিভা’ তবে তো কথাই নেই। আর এমনই একজন অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

   

দীর্ঘ দেড় বছর যাবত বড় পর্দা থেকে দূরে রয়েছেন টলি ডিভা কোয়েল। বাঙালির এত পছন্দের নায়িকা হওয়া সত্ত্বেও এখন আর সেভাবে পর্দায় আসেননা। তবে মাঝে মাঝে ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। কখনও বা রিয়েলিটি শো-র মঞ্চে তাকে দেখা যায় বিশেষ অতিথি হিসেবে।

কোয়েলের বিষয়ে সবচেয়ে প্রশংসনীয় বিষয় হল, বিতর্ক বা বিবাদ থেকে সদা দূরে তিনি। হামেশাই নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন তিনি। বাকি ইন্ডাস্ট্রিতে কী গসিপ চলছে, কে কী বলছে সেই বিষয়ে মাথা ঘামাতে চাননা কোয়েল। তবে জানেন কী তিনি একটা ছবি করতে কত টাকা পারিশ্রমিক নেন?

অভিনয়ের পাশাপাশি নিজের রূপ এবং জৌলুসের কারণেও বারংবার খবরে আসেন তিনি। কিন্তু জানেন কি, একটি ছবির জন্য কত পারিশ্রমিক নেন তিনি? আপাতত সেই খবর নেটপাড়ায় বেশ ভাইরাল। মানুষের মধ্যে বহুদিনের কৌতূহল ছিল নায়িকাকে নিয়ে। এতদিনে তার সদুত্তর পাওয়া গিয়েছে।

যদিও একদম সঠিক অংক জানা যায়নি এখনো, কিন্তু ইন্টারনেটের বদৌলতে উত্তর সামনে এসেছে। মিডিয়ার খবর, কোয়েল এক একটি ছবি করার জন্য ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে থাকেন। তবে এই খবর কতটা সত্যি সেটা নিউজশর্টের তরফ থেকে যাচাই করা সম্ভব হয়নি।