এক টিকিটেই ঘুরতে পারবেন কন্যাকুমারিকা পর্যন্ত! রেলের এই বিশেষ পরিষেবার কথা জানেন না অনেকেই

নিউজশর্ট ডেস্কঃ পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ভারতীয় রেলের(Indian Railways) উপর সবসময় ভরসা রাখেন আমজনতা। এই রেলের উপর নির্ভর করে বহু মানুষের রুটি-রোজগার চলে প্রতিদিন। কয়েক কোটি মানুষ ভারতীয় রেলপথে যাতায়াত করে আর এই জন্য যাত্রীদের সুবিধার্থে নতুন অফার নিয়ে আসেন রেলওয়ে কর্তৃপক্ষ। এই প্রতিবেদনে রেলের এমনই এক পরিষেবার কথা আপনাদেরকে জানাবো যা জানেন না বহু মানুষ।

এই পরিষেবার নাম হল সার্কুলার জার্নি টিকিট(Circular Journey Ticket)। এই টিকিটের সৌজন্যে মাত্র একটি টিকিট কেটে ৮ টি ভিন্ন স্টেশনে ভ্রমণ করতে পারবেন আপনি। এমনকি ট্রেনের যে কোন ক্লাসে ভ্রমণের জন্য এই সার্কুলার টিকিট কেনা যাবে। নিশ্চয়ই অবাক হচ্ছেন, তবে এই ঘটনাটি পুরো সত্য। রেলের এই পরিষেবার কথা বহু মানুষ জানেন না বলে পরিষেবাটি সঠিকভাবে গ্রহণ করতে পারেন না।

কিভাবে এই পরিষেবা গ্রহণ করবেন?  আপনি যদি লম্বা সফরে যান তাহলে বারবার বিভিন্ন স্টেশন থেকে টিকিট নিতে হবে না। এক্ষেত্রে আপনার সময় বাঁচবে। আলাদা আলাদা টিকিট কেনার ক্ষেত্রে খরচ বেশি হয়। এই খরচও সাশ্রয় হবে আপনার। সার্কুলার জার্নি টিকিটের ক্ষেত্রে টেলিস্কোপিক রেট প্রযোজ্য হয়, যা রেগুলার পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার চেয়ে অনেকটাই কম।

indian railways green tint 2021 06 05 e1659167359858
indian railways green tint 2021 06 05 e1659167359858

কতদিন বৈধতা থাকে এই টিকিটের? এই বিশেষ টিকিটের বৈধতা থাকে ৫৬ দিন। টিকিট বুক করার সময় মনে রাখতে হবে তাদের যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই শেষও হবে।
কিভাবে এই ট্রেনের যাত্রা করবেন? আপনি যদি উত্তর রেলওয়েতে নয়া দিল্লি থেকে কন্যাকুমারিকা পর্যন্ত বৃত্তাকার যাত্রার টিকিট কেটেছেন তাহলে আপনার যাত্রা শুরু হবে নয়া দিল্লি থেকে এবং শেষ হবে নয়া দিল্লিতে। এর মাঝখানে আপনি মথুরা থেকে মুম্বাই সেন্ট্রাল- মারমাগোয়া বাঙ্গালোর সিটি মাইসোর, তিরুবন্তপুরম সেন্ট্রাল হয়ে কন্যাকুমারিকাতে পৌঁছবেন এবং ওই একই রুট ধরে নয়া দিল্লিতে ফিরে আসবেন।

একটা জিনিস মনে রাখবেন এই সার্কুলার জার্নি টিকিট আপনি কিন্তু কাউন্টার থেকে কিনতে পারবেন না। আপনাকে আলাদা করে আবেদন করতে হবে। আপনার প্রতিটি গন্তব্য সম্পর্কে রেল কর্তৃপক্ষকে সম্পূর্ণ জানাতে হবে।

Avatar

Papiya Paul

X