নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে বাংলা সিরিয়ালের(Bengali Serial) একজন জনপ্রিয় অভিনেতা হলেন প্রদীপ ধর(Pradip Dhar)। বরাবরই কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করেছেন তিনি। তবে এবার জি বাংলার(Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu) ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে অভিনয় করে তিনি আলাদাই প্রশংসা কুড়িয়েছেন। বটু সোনার(Botu Sona) চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে সমালোচক মহলেও।
এই ধারাবাহিকে দেখানো হয়েছে তিন্নির বটু সোনা চরিত্রে অভিনয় করছেন তিনি। নিজেদের প্রয়োজনে ফুল মাসি চরিত্রেও বেশ কিছুদিন দেখা গিয়েছে তাকে। মহিলা চরিত্রে তার এই অভিনয় ভালো লেগেছে দর্শকদের। বাস্তবে বিবাহিত এই অভিনেতার স্ত্রী স্বর্ণালী চ্যাটার্জী কত সুন্দরী জানলে আপনি অবাক হবেন। অনায়াসেই টলিউডের নায়িকাদের টেক্কা দিতে পারবেন তিনি।
সম্প্রতি জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’এর সেলিব্রিটি স্পেশাল পর্বে স্ত্রীকে নিয়ে উপস্থিত হয়েছিলেন প্রদীপ। তার স্ত্রীর রূপের প্রশংসা করেছেন খোদ রচনা ব্যানার্জি। এদিন অনুষ্ঠানে এসে দুজনের প্রেম কাহিনী সম্পর্কেও জানতে পেরেছেন দর্শকেরা। তবে তাদের প্রেমের শুরুতে এমন ঘটনা ঘটেছিল যাতে ভাঙতে বসেছিল এই প্রেমটাই। একটি বিয়ে বাড়িতে তার সঙ্গে স্বর্ণালীর প্রথম আলাপ হয়। স্বর্ণালী তার সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু প্রদীপ তখন রাজি হননি।
পরবর্তীকালে এই স্বর্ণালীকেই পছন্দ করেন প্রদীপ নিজে। অন্য একজনের মাধ্যমে স্বর্ণালীকে প্রেম প্রস্তাব পাঠিয়েছিলেন। কিন্তু সেই ব্যক্তি প্রদীপের কথা না বলে নিজে গিয়েই স্বর্ণালীকে প্রেম প্রস্তাব দেন। যদিও স্বর্ণালী সেই প্রেমের প্রস্তাবে রাজি হননি। তবে পরবর্তীকালে প্রদীপ এবং স্বর্ণালীর বিয়ে হয়, দেখতে দেখতে প্রায় ১৪ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন তারা।
এদিন এই অনুষ্ঠানে এসে প্রদীপ ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে ক্যামেরার দিকে চেয়ে বলেন, “আমি চাই তিনি এই এপিসোড দেখুন এবং একটু লজ্জা পান নিজের কাজের জন্য।” তবে তাদের এই প্রেম কাহিনীর কথা শুনে হেসে গড়িয়ে পড়েন সবাই। তবে সে যাই হোক, বটু সোনার স্ত্রীয়ের প্রশংসা করতে ভোলেননি কেউই।