Papiya Paul

যাত্রীদের জন্য দুর্দান্ত পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল, এবার একবার টিকিট কেটে যাওয়া যাবে ৫৬ দিন

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেল(Indian Railways) সাধারণ মানুষের কাছে সবথেকে প্রয়োজনীয় পরিবহন ব্যবস্থা। প্রায় প্রত্যেকদিন কয়েক লক্ষ মানুষ এই রেল ব্যবস্থার মাধ্যমে যাতায়াত করে থাকে। আর ভারতীয় রেল তার যাত্রীদের কথা ভেবে একাধিক গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে। কিন্তু অনেকেই আছেন যারা রেলের একাধিক পরিষেবার সম্পর্কে কিছুই জানেন না। এমনই একটি গুরুত্বপূর্ণ পরিষেবা হলো সার্কুলার জার্নি টিকিট(Circular Journey Ticket)।

   

রেলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, রেলের তরফ থেকে সার্কুলার জার্নি টিকিট নামে একটি স্পেশাল টিকিট অফার করা হয়। কি আছে এই টিকিটের বিশেষত্ব? এই টিকিটের মাধ্যমে একজন রেল যাত্রী ৫৬ দিন পর্যন্ত আটটি আলাদা আলাদা স্টেশনে যাত্রা করতে পারবেন। এমনকি ওই যাত্রী যেকোনো ট্রেনেও যাত্রা করতে পারবেন।

সাধারণত তীর্থযাত্রা বা কোন দর্শনীয় স্থান পরিদর্শনের ক্ষেত্রে যাত্রীরা এই সুবিধা গ্রহণ করে থাকে। এই টিকিটের দাম অনেকটাই কম পরে। কারণ আলাদা আলাদা স্টেশনে টিকিট কাটলে খরচ অনেকটা বেশি হয়। কিন্তু সার্কুলার জার্নি টিকিট টেলিস্কোপিক রেটস-এর সুবিধা অনুযায়ী পরে, যার ফলে নিয়মিত পয়েন্ট টু পয়েন্ট ভাড়ার থেকে অনেকটা কম হয়। এমনকি এই টিকিট যেকোনো শ্রেণীতে যাত্রা করার জন্য কেনা যেতে পারে।

আরও পড়ুন: এবার জেনারেল টিকিটেই শুয়ে যেতে পারবেন স্লিপার ক্লাসে, নতুন নিয়ম চালু করলো ভারতীয় রেল!

ধরুন আপনি উত্তর রেলওয়ে থেকে নতুন দিল্লি থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সার্কুলার টিকিট জার্নি নিয়েছেন তাহলে এক্ষেত্রে আপনার যাত্রা শুরু হবে নয়া দিল্লি থেকে। আবার যাত্রা গিয়ে শেষ হবে নয়া দিল্লিতে। আরেকটা একটা জিনিস মনে রাখবেন এই টিকিটের বৈধতা রয়েছে ৫৬ দিন পর্যন্ত। এর পরে আর এই টিকিটের কোন বৈধতা থাকবে না। আরেকটি বিষয় এই টিকিট কাউন্টার থেকে সরাসরি কেনা যায় না। এর জন্য আপনাকে আগে থেকে আবেদন করতে হবে।