Loco Pilot

Loco Pilot: রোজ নিরাপদে গন্তব্যে পৌঁছে দেন যাত্রীদের, এই লোকো পাইলটের বেতন কত? কিভাবে মেলে চাকরি জানেন?

নিউজশর্ট ডেস্কঃ জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সরকারি চাকরির খোঁজে থাকেন দেশের সিংহভাগ যুবক যুবতীই‌। তবে স্বপ্ন দেখলেই তো হয়না। তা বাস্তবায়িত করার জন্য দরকার হয় কঠোর অধ্যাবসায়। আর সেই চাকরি যদি রাজ্য সরকারের বদলে কেন্দ্র সরকারের হয় তাহলে তো সোনায় সোহাগা। এরকমই মোটা বেতনের একটা চাকরি হল ট্রেন চালক বা লোকো পাইলটের।

লোকো পাইলট (Loco Pilot) হলেন যিনি ট্রেন চালান। ট্রেনের গতিবিধি কার্যকরভাবে তদারকি করেন তিনি। এটি ভারতীয় রেলওয়ের (Indin Railway) একটি সিনিয়র পোস্ট। মাথার উপর বড় দায়িত্ব, এবং তার সাথে মোটা বেতন। এই ট্রেন চালক বা লোকো পাইলটের কাজের (Loco Pilot Jobs) স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু কীভাবে পাওয়া যায় এই কাজ? এবং ঠিক কত বেতন (Salary Of A Loco Pilot) পাওয়া যায় এতে? এটাই জানাবো আজকের প্রতিবেদনে।

প্রথমেই জানিয়ে রাখি লোকো পাইলট হিসেবে সরাসরি কাউকে নিয়োগ করা হয় না। ভারতীয় রেল অথরিটি প্রথমে সহকারী লোকো পাইলট নিয়োগ করে। এরপর তাদের দীর্ঘদিন প্রশিক্ষণ দেওয়া হয়। একজন সহকারী লোকো পাইলট দীর্ঘদিনের অভিজ্ঞতা সঞ্চয়ের পর পদোন্নতির মাধ্যমে লোকো পাইলট হতে পারেন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই ট্রেনিং পিরিয়ডে সহকারী লোকো পাইলটের কাজ থাকে দায়িত্বে থাকা লোকো পাইলটকে সহায়তা করা, ট্রেনের ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ করা, ট্রেন চলাকালীন যে কোন টেকনিক্যাল গলযোগ ঠিক করা। এছাড়া সিগন্যালের পরিবর্তন পর্যবেক্ষণ করা এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা।

আরও পড়ুন: Kendriya Vidyalaya: সরকারের সবথেকে ভালো স্কুলে পড়াতে চান সন্তানকে! জেনে নিন কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়াশোনার খরচ

কীভাবে লোকো পাইলট হওয়া যায় : এই পদের জন্য আলাদা পরীক্ষা নিয়ে থাকেন রেলওয়ে কর্তৃপক্ষ। নূন্যতম শিক্ষাগত যোগ্যতা বলতে আইটিআই পাশ হতেই হয়। এছাড়াও ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটরাও সহকারী লোকো পাইলট পদের জন্য আবেদন করতে পারেন। এই পরীক্ষা উভয় স্তরে কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় লিখিত ও উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: Government Employees: সরকারী কর্মচারীদের জন্য মনের মতন খবর, এবার এই জন্য ৩৫ লাখ দেবে মোদী সরকার!

বেতন: সূত্রের খবর অনুযায়ী, একজন লোকো পাইলটের ম্যাট্রিক্স লেভেল ২, শুরুতে মূল বেতন হবে ১৯,৯০০ টাকা। এছাড়া বাড়ি ভাড়া ভাতা (HRA), মহার্ঘ ভাতা (DA), পরিবহণ ভাতা (TA) ইত্যাদি সুবিধা রয়েছে। একজন লোকো পাইলটের ডিউটি থাকে ৮ ঘণ্টার। আট ঘন্টা পর পর প্রতিটা স্টেশনে পাইলট পরিবর্তন হতে থাকে। একজন লোকো পাইলটকে সপ্তাহে কমপক্ষে ৩৬ ঘন্টা কাজ করতে হবে। এর চেয়ে বেশি কাজ করলে তাকে অতিরিক্ত বেতন দেওয়া হয়‌। যাকে বলা হয় ওভারটাইম অ্যালাউন্স।

Avatar

Papiya Paul

X