নিউজশর্ট ডেস্কঃ বলিউডের(Bollywood) সুপারস্টার অমিতাভ বচ্চনের(Amitabh Bachchan) কেরিয়ার সম্পর্কে অনেকেই অনেক কিছু জানেন। তিনি তার কেরিয়ারে বহু চড়াই-উৎরাই পথ পেরিয়েছেন। তারপরই বলিউডে নিজের জায়গা থিতু করতে পেরেছেন বিগ বি। আপনারা জানলে অবাক হবেন অমিতাভ বচ্চনের কেরিয়ারের ক্ষেত্রে ‘বিজয়’ নামটা কিন্তু খুব পয়া। কেরিয়ারের শুরুতে তিনি বহু ফ্লপ ছবির নায়ক হয়েছিলেন। আর যার ফলে অনেকেই ভেবেছিলেন অমিতাভের কেরিয়ার হয়তো এবার শেষ হয়ে যাবে।
সেই ডুবন্ত কেরিয়ারও উঠে গেছিল আর তার পেছনে লাকি চার্ম হিসেবে কাজ করেছিল এই একটি নাম ‘বিজয়’। পরিচালক প্রকাশ মেহরার ছবি ‘জঞ্জির’-এ ইন্সপেক্টর বিজয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অমিতাভ। শোনা যায়, এই ছবিটির অফার অনেক অভিনেতাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু তারা সকলেই সে প্রস্তাব ফিরিয়ে দেন। এই ছবি করে কার্যত ছক্কা মারেন অমিতাভ বচ্চন। আর তারপরে ২০ টিরও বেশি ছবিতে বিজয় নামে অভিনয় করেছেন বলিউডের শাহেনশাহ।
তাহলে কোন কোন ছবিতে তিনি বিজয় নামে অভিনয় করেছেন? ‘রোটি কপড়া অউর মাকান’, ‘দিওয়ার’, ‘হেরা ফেরি’, ‘ডন’, ‘ত্রিশূল’, ‘দ্য গ্রেট গ্যাম্বলিয়র’, ‘কালা পত্থর’, ‘দো অউর দো পাঁচ’, ‘দোস্তানা’, ‘শান’, ‘শক্তি’, ‘আখরি রাস্তা’, ‘শেহনশাহ’, ‘অগ্নিপথ’, ‘অলক্ষ্য’, ‘এক রিস্তা: দ্য বন্ড অফ লাভ’, ‘আঁখে’, ‘গঙ্গা’, ‘নিশব্দ’, ‘রন’, ‘বুড্ডা হোগা তেরা বাপ’, এই সবকটি ছবিতেই তার চরিত্রের নাম ছিল বিজয়।
সত্যি কথা বলতে এই বিজয় নাম দিয়েই তিনি দর্শকদের মনে জয় করেছেন। ফের আর একবার তাকে বিজয় নামে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। রাজ নাগরাজ মঞ্জুলে পরিচালিত ‘ঝুন্ড’ ছবিতে অভিনয় করবেন তিনি। এই ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে সেই ২০১৮ সাল নাগাদ। কিন্তু তারপরে করোনা মহামারীর জন্য পিছিয়ে গেছে ছবির মুক্তি। অবশেষে ২০২২ সালের ৪ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি।