Poor State

Poor State: জোটেনা দু’বেলার আহার, ৫১ শতাংশের বেশি দরিদ্র, জানেন ভারতের সবথেকে গরীব রাজ্য কোনটি?

নিউজশর্ট ডেস্কঃ ভারত এখন সবদিক থেকেই উন্নত হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় সবসময় এগিয়ে থাকার চেষ্টা রয়েছে ভারতের(India Government)। তাই দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে ভারতের বিশেষ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে রাষ্ট্র সংঘ।

UN-এর হিসেব বলছে, ২০০৫-২০০৬ থেকে ২০১৯-২০২১ সালের মধ্যে বাড়িতে ভারতে গরিব মানুষের সংখ্যা। প্রায় ৪১.৫ কোটি হ্রাস পেয়েছে। আর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে ঐতিহাসিক পরিবর্তন বলে জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। আর রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি এবং অক্সফোর্ড দারিদ্র ও মানব উন্নয়ন উদ্যোগ দ্বারা প্রকাশিত বহুমাত্রিক দারিদ্র্য সূচকে এই ফলাফল পাওয়া গিয়েছে।

যেখানে গোটা ভারতবর্ষের মধ্যে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে কোন জায়গাগুলো এগিয়ে এবং কোন জায়গাগুলো পিছিয়ে আছে তা জেনে নেওয়া গিয়েছে। দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে বিহার রাজ্য। এরপর রয়েছে ঝাড়খন্ড। তারপর আছে উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশ। এরপরে রয়েছে মেঘালয়ের স্থান। ৫১.৯ শতাংশ দরিদ্র হার নিয়ে দেশের গরিবতম রাজ্য হিসেবে সবার প্রথমেই নাম রয়েছে বিহারের।

আরও পড়ুন: YouTube: ইন্টারনেট ছাড়া চলবে YouTube! এই স্পেশ্যাল ট্রিকস জানলে বাঁচবে অনেক টাকা

আর ভারতের রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে গোয়া, জম্বু ও কাশ্মীর, অন্ধপ্রদেশ, ছত্রিশগড় এবং রাজস্থানের দারিদ্রতা অনেকটা হ্রাস পেয়েছে। আর দেশের মধ্যে সবচেয়ে কম গরিব মানুষ রয়েছে কেরলে। এখানে মোট জনসংখ্যার মাত্র ০.৭১ শতাংশ মানুষ গরিব। এরপর এই গোয়াতে গরিব রয়েছে ৩.৭৬ শতাংশ, সিকিমে ৩.৮২ শতাংশ, তামিলনাড়ুতে ৪.৮৯ শতাংশ, আর পাঞ্জাবে ৫.৫৯ শতাংশ।
Avatar

Papiya Paul

X