Rishi Kaushik

বাংলা সিরিয়ালে অবাঙালি অভিনেতার দাপট, ঋষি কৌশিকের আসল নাম জানেন কি?

অভিনয়ের জগতে তারকারা বিভিন্ন কোনা থেকে উঠে আসেন। বলিউড (Bollywood) টলিউডের (Tollywood) অভিনেতা অভিনেত্রীরা মাঝেমধ্যেই কাজ করেন উভয় ইন্ডাস্ট্রিতে। ধারাবাহিকের (Bengali Serial) ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। বাংলা ইন্ডাস্ট্রিতেও এমন কিছু তারকা রয়েছেন যাদের দেখলে বা তাদের সংলাপ শুনলে মনেই হবেনা যে তারা বাঙালি নন।

এমনই একজন অবাঙালি তারকা হলেন ঋষি কৌশিক (Rishi Kaushik)। তিনি বর্তমানে বেশ জনপ্রিয় নায়ক। বিশেষ করে‘এখানে আকাশ নীল’ (Ekhane Akash Neel) ধারাবাহিকের ডক্টর উজান চ্যাটার্জী হিসেবে আজও তাকে মনে রেখেছেন অনেকে। আর সেই জনপ্রিয়তা তাকে অনেক ধারাবাহিকে কাজ করার সুযোগ করে দেয়।

ঋষি কৌশিক অভিনীত ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত হলো ইষ্টিকুটুম (Ishti Kutum), একদিন প্রতিদিন (Ekdin Protidin), কুসুম দোলা (Kusum Dola), কোড়া পাখি (Kora Pakhi) ইত্যাদি। আর তিনি সম্প্রতি ওয়েব সিরিজেও পা রেখেছেন। OTT তে সদ্যই মুক্তি পেয়েছে কৌশিকের ‘শ্বেতকালী’।

ধারাবাহিকের সাথে সাথে OTT তে তে অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। জানিয়ে রাখি তিনি বাঙালি নন, আদতে ঋষি কৌশিক আসামের তেজপুরের বাসিন্দা। অসমীয়া হলেও তার এমন ঝরঝরে বাংলা শুনে কেউই বুঝতে পারেন যে তিনি অবাঙালি। কিন্তু এই যে তিনি ঋষি কৌশিক নামে বিখ্যাত, এটা তার আসল নাম নয়। জানেন তার আসল নাম কি ?

সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সাথে ইন্টারভিউতে আসল সত্যিটা উঠে আসে। ঋষি কৌশিকের আসল নাম কামাখ্যা কিংকর কৌশিক। অভিনেতা সেখানে জানান কেন কেউ তাকে তার আসল নামে চেনেন না এখন। সেই রহস্যও ফাঁস করেন তিনি।

তার কথায়, বাড়িতে তাকে ডাক নামে সকলে বেশি ডাকতেন। এখন তাই ডাক নামটাই তার ভাল নামে রূপান্তরিত হয়ে গিয়েছে। উল্লেখ্য, শেষবার তিনি পায়েল দের বিপরীতে সোনা রোদের গান ধারাবাহিকে কাজ করেন।

Avatar

Moumita

X