Papiya Paul

জানেন কোন জিনিস গরুর শরীরে ৪টি আছে আর মেয়েদের শরীরে দুটি আছে? উত্তর চমকে দেবে আপনাকে

নিউজশর্ট ডেস্কঃ General Knowledge Quiz: বর্তমানে চাকরির(Job) বাজার খুবই খারাপ, তাই শুধু বেসরকারি চাকরি নয়, সরকারি চাকরির(Government Service) দিকেও ঝোঁক রয়েছে মানুষের। তবে সরকারি চাকরির ক্ষেত্রে শুধু লিখিত পরীক্ষায় নম্বর পেলেই হবে না। এর সাথে প্রয়োজন হয় ইন্টারভিউর। যেখানে সিলেবাস ভিত্তিক প্রশ্নের পাশাপাশি সাধারণ জ্ঞান(General Knowledge) এবং বুদ্ধির পরিচয়ের এমন কিছু প্রশ্ন ধরা হয় যা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যান চাকরি প্রার্থীরা।

   

তাই শুধু লিখিত পরীক্ষা নয়, ইন্টারভিউ(Interview) প্রশ্নের দিকেও নজর দেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের এই প্রতিবেদনে চাকরির পরীক্ষার জন্য প্রয়োজনীয় এমনই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া রইল যা আপনাদের কাজে লাগবে।

১) প্রশ্ন- দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে দ্বিতীয় ব্যাচে কয়টি চিতাবাঘ আনা হয়েছে? 

উত্তর- ১২ টি 

২) প্রশ্ন- মানুষের শরীরের কোন অঙ্গটি সবসময় ভিজে থাকে?

উত্তর : জিভ।

৩) প্রশ্ন- পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?

উত্তর : সংস্কৃত হল পৃথিবীর প্রাচীনতম ভাষা।

৪) প্রশ্ন- ভারতের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর : নালন্দা বিশ্ববিদ্যালয়।

৫) প্রশ্ন-  কোন প্রাণীর চোখ নেই?

উত্তর : কেঁচো

৬) প্রশ্ন- ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : রাজীব গান্ধী

৭) প্রশ্ন- কোন জিনিস গরুর শরীরে ৪টি আছে আর মেয়েদের শরীরে দুটি আছে?

উত্তর : পা। গরু চতুষ্পদ প্রাণী।তাই  চারটি পা রয়েছে। আর মানুষের শরীরে রয়েছে দুটি পা।

৮) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে ভাই বোনের মধ্যে বিয়ে হয়?
উত্তরঃ ছত্রিশগড় রাজ্যের ধুরোয়া উপজাতিদের।

৯) প্রশ্নঃ বিরিয়ানি কোন দেশের জাতীয় খাবার?
উত্তরঃ পাকিস্তানের।
১০) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে পুরুষদের প্রবেশ নিষেধ?
উত্তরঃ হিমাচল প্রদেশের কাসোল গ্রাম।